জীবন বাঁচাতে সাততলা থেকে লাফ বিসিবি পরিচালকের স্ত্রীর
রাজধানীর গুলশানে আগুন লাগা ভবনের সাততলা থেকে লাফ দিয়েছেন এক নারী। তিনি সুইমিংপুলে পড়ে গুরুতর আহত হয়েছেন। আহত সামা রহমান সিনহা (৩৮) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ফাইম সিনহার স্ত্রী।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ভর্তি করা হয়েছে তাকে। এ অগ্নিকান্ডের ঘটনায় মোট দু’জন মারা গেছেন।
বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, কাউকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। এ রোগীর ইনহেলেশন বার্ন হয়েছে। ওপর থেকে পড়ে যাওয়ায় তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।
স্বামীসহ গুলশানের ভবনটির ১২ তলায় থাকেন সামা রহমান। আগুনে পরিবারের কেয়ারটেকার মারা গেছেন। বাবুর্চি ও গৃহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন এখন।
জানা গেছে, সামা রহমান পরিবারের সদস্যদের লিফটে নামিয়ে দেন। কাজের মেয়ে ও তিনি পরে লিফটে ওঠেন। তবে এটি সাত তলায় বন্ধ হয়ে যায়। এ সময় কাচের দরজা ফাঁক দিয়ে বের হন। সেখানে আগুন লাগে তার শরীরে। পরে তিনি বেলকনিতে গিয়ে সুইমিংপুলে লাফিয়ে পড়েন।