চার-ছক্কায় বুমরাহ’র প্রত্যাবর্তন ধূলিসাৎ করার স্বপ্ন বেঙ্গালুরুর
পিঠের ইনজুরিতে সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মাতানো হয়নি জাসপ্রিত বুমরাহর। আইপিএলে নিজেদের প্রথম ৪ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসও তার সার্ভিস পায়নি। ৪ ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে বড্ড ব্যাটফুটে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা। তাই স্বাভাবিকভাবেই ঘুরে দাঁড়ানোর কালিমা লেপনের চিন্তা দলটির।
অবশেষে মুম্বাই সমর্থকদের সেই অপেক্ষা আর চিন্তার ফুরসাত ফুরাচ্ছে। দীর্ঘ কয়েক মাস পুনর্বাসনে থাকা তারকা এই পেসার এখন পুরোপুরি ফিট। সবকিছু ঠিকঠাক থাকলে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবেন বুমরাহ। তার জাদুতেই ভাগ্য ফেরানোর প্রত্যয় মুম্বাইয়ের। এই প্রত্যাবর্তন কতটা স্বস্তির, সামাজিক যোগাযোগমাধ্যমে বুমরাহকে জঙ্গলের রাজা সিংহয়ের বিশেষণের অতিশায়নে, তা স্পষ্ট করেছে মুম্বাই।
তবে মুম্বাইয়ের হুংকারে ডরাচ্ছে না বেঙ্গালুরু; বরং পাল্টা–আক্রমণের সুপরিকল্পিত ছক কষছে তারা। বুমরাহ’র প্রথম বলেই চার বা ছক্কা হাঁকিয়ে রাজসিক প্রত্যাবর্তনের স্বপ্নে কলঙ্ক লেপে দেওয়ার জোর গুঞ্জন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই আভাস দিয়েছেন বেঙ্গালুরুর অস্ট্রেলিয়ান হার্ড হিটিং ব্যাটসম্যান টিম ডেভিড।
এদিকে আইপিএলের সবচেয়ে কাঙ্ক্ষিত দ্বৈরথগুলোর একটি মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। হাইভোল্টেজ এই ম্যাচ দিয়েই প্রায় ৪ মাস পর ২২ গজে ফিরছেন বুমরাহ। রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচের পিচ দেখেন বুমরাহ। শ্যাডো বোলিংয়ের পাশাপাশি নেটে রোহিত শার্মাকে বোলিং করতে দেখা যায় তাকে। বুমরাহ ফেরায় ভীষণ খুশি মাহেলা জয়াবর্ধনে। তার মতে, দলের বোলিং বিভাগে এই পেসারের অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে।
এর আগে, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের পঞ্চম টেস্ট চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। এরপর থেকে কোনো ধরনের ক্রিকেটে আর খেলতে পারেননি বুমরাহ। শুরুর দিকে অস্ত্রোপচার করানোর শঙ্কা থাকলেও শেষমেশ তা করাতে হয়নি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে পাওয়ার আশা করা হলেও শেষপর্যন্ত তার শূন্যতা নিয়েই বৈশ্বিক এই টুর্নামেন্টে নেমেছিল ম্যান ইন ব্লু’রা। দলের সেরা বোলারকে ছাড়াই ৮ দলেই এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় রোহিত শার্মার দল।
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনবার্সনে থাকা বুমরাহকে নিয়ে বৈশ্বিক সেই আসর শেষেও সুখবর আসেনি। আইপিএলের শুরুর ম্যাচগুলোতেও দর্শক হয়ে থাকতে হয়। অবশেষে এখন মাঠে নামার অপেক্ষায় বুমরাহ।