সড়ক দুর্ঘটনার পর দুই বছর কোমায় থাকা মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৫:৫৮ PM , আপডেট: ০৫ মার্চ ২০২৫, ০৫:৫৮ PM

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুই বছর কোমায় থাকার পর এক শিক্ষানবিশ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম সুলতান মোহাম্মদ আকিব (২৫)। মঙ্গলবার (৪ মার্চ) রাত আটটার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আকিব চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজরপাড়া এলাকার বাসিন্দা মো. নুরুল আলমের ছেলে। ২০২৩ সালে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি।
জানা যায়, ২০২৩ সালের ৭ মার্চ বিকেলে বন্ধুদের সঙ্গে অটোরিকশায় করে নগরের পতেঙ্গায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাচ্ছিলেন। সল্টগোলা ক্রসিং এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর কোমায় চলে যান আকিব। তাকে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সুলতান মোহাম্মদ আকিবের বাবা মো. নুরুল আলম বলেন, পরিবারের স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে সন্তান জনসেবামূলক কাজ করবে। চিকিৎসক হলেও মানুষের সেবা করার সেই সুযোগ আর পেল না আকিব।