২৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪৭

রাঙ্গামাটি মেডিকেল কলেজ থেকে ৬ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

রাঙ্গামাটি মেডিকেল কলেজ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে বিভিন্ন মেয়াদে একাডেমিক ও ছাত্রাবাস থেকে বহিষ্কার করেছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রীতি প্রসূন বড়ুয়া।

বহিষ্কৃতরা হলেন, ছাত্রলীগ রাঙ্গামাটি মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ও ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী আয়াত শরীফ, সহ-সাধারণ সম্পাদক ও ৭ম ব্যাচের শিক্ষার্থী বিক্রম আদিত্য চাকমা, সাংগঠনিক সম্পাদক ও ৮ম ব্যাচের ইমতিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ৮ম ব্যাচের সৃজন কান্তি দে সাংগঠনিক সম্পাদক ও ৯ম ব্যাচের অভিজিৎ কুমার বৈদ্য, একই ব্যাচের আরেক সাংগঠনিক সম্পাদক সিং সিং এ মং। 

এদের মধ্যে আয়াত শরীফকে ২ বছরের জন্য একাডেমিক ও আজীবনের জন্য কলেজ হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। বাকি পাঁচজনকে ৩ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রীতি প্রসূন বড়ুয়া জানান, গেল ১৬ জুলাই বহিরাগতের সঙ্গে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংগঠিত অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে কতিপয় শিক্ষার্থীরা লিখিত অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। কমিটি দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে সুপারিশ মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মেডিকেল কলেজের সিট বরাদ্দ কমিটির সমন্বয়ক ড. হাবিবুল ইসলাম চৌধুরীর ২৬ জানুয়ারি স্বাক্ষরিত নোটিশ শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হয়েছে বলে জানান তিনি।

নোটিশে ১ ফেব্রুয়ারির মধ্যেই তাদের কলেজ হোস্টেল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।