স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার (৫ মে) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবাসাইটে প্রকাশিত ছক অনুযায়ী অনুদানভুক্ত মাদ্রাসাগুলোর হালনাগাদ তথ্য পূরণ করে মে মাসের ১৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে বলা হয়েছে।
আরও পড়ুন: অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারীরা হবেন দাখিল-আলিম পর্যায়ের মাদ্রাসা কমিটির সভাপতি
মাদ্রাসা শিক্ষা বোর্ডের হিসাবে বর্তমানে দেশে ৬ হাজার ৯৯৭টি (কোডভুক্ত) স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আছে। চলতি বছরের শুরুর দিকে শিক্ষকদের আন্দোলনের মুখে দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে এসব মাদ্রাসা জাতীয়করণ করা হবে বলে জানা গেছে।