হ্যাক হওয়ার দুই দিন পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ পুনরুদ্ধার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ  © সংগৃহীত

হ্যাক হওয়ার প্রায় দুই দিন পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে। সোমবার (৬ মে) দুপুর ১২টা ৪৫ মিনিটে পেজটি পুনরায় সচল হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত ৩ মে পেজটি হ্যাক হয়। এরপর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে পেজটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, পেজটি পুনরুদ্ধারে ফেসবুক কর্তৃপক্ষ ছাড়াও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব প্রযুক্তি টিম একযোগে কাজ করেছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দিলেও পেজটির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সর্বশেষ সংবাদ