১৬ জানুয়ারি ২০২৫, ২১:০৮

নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন

শহীদ আবু সাঈদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘শহীদ’ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে সংশোধন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। একই সঙ্গে জড়িতদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এনসিটিবি সেই বইয়ের সংশোধনী অনলাইনে প্রকাশ করেছে।

বিষয়টি নিশ্চিত করে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ সঠিক দেয়া ছিল। কিন্তু নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে তারিখটি ভুল হয়েছিল। তবে সেটি এখন সংশোধন করা হয়েছে। জড়িতদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। 

উল্লেখ্য, গতবছরের ১৬ জুলাই দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন যখন দুর্বার রূপ নেয়, তখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। 

কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে ‘গ্রাফিতি’ অধ্যায়ে বলা হয়েছে, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিরস্ত্র আবু সাঈদ শহীদ হন।

তবে একই শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে ‘আমাদের নতুন গৌরবগাঁথা’ শিরোনামে যে অধ্যায় যুক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে, ‘১৬ই জুলাই আন্দোলন তার সবচেয়ে কার্যকর ও পরিচিত ছবিটি পেয়ে যায়। এটা হলো রংপুরে আবু সাঈদের বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে এগিয়ে যাওয়া’।