ডুয়েটের সিএসই বিভাগের পুনর্মিলনী
- ডুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৩৮ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই পুনর্মিলনীতে ৯০০ জনের বেশি সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
দিনব্যাপী আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রাক্তন শিক্ষার্থীদের কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক সেশন। পাশাপাশি, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা এবং নেটওয়ার্কিং সেশনও ছিল এই আয়োজনের অংশ।
ডুয়েট সিএসই বিভাগের এই পুনর্মিলনী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং তাদের অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিশ্বব্যাপী দ্রুত পরিবর্তনশীল একটি ক্ষেত্র। এই পুনর্মিলন বর্তমান শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতের প্রস্তুতি নিতে এবং সাবেকদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার একটি দুর্দান্ত সুযোগ বলে জানিয়েছেন বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটিতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল শিক্ষা বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল দ্যা ডেইলি ক্যাম্পাস।