চুয়েটে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক ফাইজুল

চুয়েটে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
চুয়েটে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজিত হলো আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। গত শুক্রবার (১০ই জানুয়ারি) দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজনের সার্বিক দায়িত্বে ছিল চুয়েট ডিবেটিং সোসাইটি। এতে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ২২ আবর্তের শিক্ষার্থী ফাইজুল কবির।

প্রতিযোগিতাটিতে ৯টি বিভাগের ১৮টি দল অংশগ্রহণ করে। বিতর্কের ফরম্যাট ছিল বাংলা এশিয়ান পার্লামেন্টারি। ট্যাব রাউন্ড সিস্টেমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে প্রতিটি দল তিন রাউন্ড বিতর্কে অংশগ্রহণ করে। তিন রাউন্ড বিতর্কের পর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়।

শ্রেষ্ঠ বিতার্কিক ফাইজুল কবির বলেন, এইবারের আইডিডিসি ছিলো উৎসবমুখর। আইডিডিসিতে অন্য বিভাগের সহপাঠীদের সাথে দেখা হয়ে ভালোই লেগেছে। টুর্নামেন্টটাও ছিল অনেক গোছানো। টপ ব্রেক করে ট্রফি নিয়ে না যেতে পারায় একটু হতাশ লাগছে। আশা করি, চুয়েটে এমন প্রতিযোগিতার আয়োজন আরো করা হবে।

আরো পড়ুন: জবিতে শিক্ষক সমিতির আহবান প্রত্যাখ্যান অনশনরত শিক্ষার্থীদের

চুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি গোলাম মুরাদ বলেন, বছরব্যাপী নানা আয়োজন হলেও চুয়েটের সংস্কৃতির অংশ হলো আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। বিগত ১৮ বছর যাবত প্রত্যেক বছর এ প্রতিযোগিতার আয়োজন হচ্ছে। এ প্রতিযোগিতাকে ঘিরে বিতার্কিক ছাড়া সাধারণ শিক্ষার্থীদেরও থাকে উন্মাদনা।

উল্লেখ্য, এ আয়োজনে বাংলা বিতর্কের পাশাপাশি ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক, ট্রেজার হান্টসহ আরো সাতটি প্রতিযোগিতার আয়োজন করা হবে।


সর্বশেষ সংবাদ