ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জিতুন লাখ টাকার পুরস্কার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:৩৯ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

বাংলাদেশের তরুণদের জন্য ২০২৪-২৫ অর্থবছরে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই প্রতিযোগিতায় ১৮-৪৫ বছর বয়সী যে কোনো নাগরিক আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ এপ্রিল ২০২৫।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের তত্ত্বাবধানে সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তরুণদের এ অ্যাওয়ার্ড দেয়া হবে। মোট ৫টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। প্রতিটি ক্যাটাগরিতে ৩ জন করে মোট ১৫ জন তরুণ এ বছর অ্যাওয়ার্ড পাবেন। বিজয়ীদের প্রতি জনকে ১ লাখ টাকা সম্মাননা প্রদান করা হবে।
যেসব ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হবে—
*যুব উন্নয়ন ও কর্মসংস্থান;
*শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি;
*দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা;
*জ্যেষ্ঠদের প্রতি আদর্শসেবা/সমাজকল্যাণ;
*ক্রীড়া, কলা (চারু ও কারু) ও সংস্কৃতি;
আরও পড়ুন: বিনা মূল্যে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আবেদন এইচএসসি পাসেই, দৈনিক ভাতা ২০০
সুযোগ-সুবিধা—
*নগদ ১ লাখ টাকা;
*ক্রেস্ট;
*সম্মাননাপত্র;
আবেদনের যোগ্যতা—
*১৮-৪৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক হতে হবে;
*সংশ্লিষ্ট ক্ষেত্রে অসাধারণ অবদান থাকতে হবে;
*অলাভজনক, অরাজনৈতিক ও অবৈতনিকভাবে স্বেচ্ছাসেবক হতে হবে;
*একজন একটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন;
*আবেদনপত্রের সঙ্গে এক জন বিশিষ্ট ব্যক্তির প্রত্যয়নপত্র সংযোজন করতে হবে;
আরও পড়ুন: বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ১৬ জেলায়, আবেদন এইচএসসি পাসেই, দৈনিক ভাতা ২০০
আবেদন পদ্ধতি—
অনলাইন থেকে আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করতে হবে। তবে মহানগরের অধিবাসীদের ক্ষেত্রে (যেসব এলাকায় উপজেলা নেই) জেলা প্রশাসক বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।
আবেদনপত্র পেতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ এপ্রিল ২০২৫;
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।