এনসিটিবি চেয়ারম্যানের পদত্যাগ, দায়িত্ব পেলেন রবিউল কবির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৭:৫৭ AM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম পদত্যাগ করেছেন। দ্বিতীয় মেয়াদে সম্প্রতি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি। সোমবার (১৯ আগস্ট) তিনি শিক্ষা সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।
এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বোর্ডের সদস্য (শিক্ষাক্রম) রবিউল কবির চৌধুরী। জানা গেছে, অধ্যাপক ফরহাদুল ইসলাম স্বেচ্ছায় পদত্যাগে রাজি ছিলেন না। তবে ঊর্ধ্বতন মহল থেকে পদত্যাগ করতে বলা হয় তাকে। সেজন্য সোমবার তিনি পদত্যাগ করেছেন।
আরো পড়ুন: দায়িত্ব ছাড়লেন অধ্যাপক আলমগীর, চেয়ারম্যানশূন্য হয়ে গেল ইউজিসি
এ বিষয়ে রবিউল কবির চৌধুরী বলেন, সোমবার সকালে অধ্যাপক ফরহাদুল ইসলাম পদত্যাগ করেছেন। এরপর তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার চাচা অধ্যাপক ফরহাদুল ইসলাম। এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।