ঢাবির নবনিযুক্ত ভিসিকে অভিনন্দন জানিয়ে সাবেক ভিসি মাকসুদ কামালের চিঠি
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৮:৫৩ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। আজ বুধবার (২৮ আগস্ট) উপাচার্যের কার্যালয়ে অভিনন্দন জানিয়ে এ চিঠি পাঠিয়েছেন তিনি।
চিঠিতে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল লিখেছেন, প্রিয় মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও কর্ম-পরিকল্পনার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে উত্তরোত্তর এগিয়ে যাবে, এটি আমার দৃঢ়বিশ্বাস। আপনার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি ১০ আগস্ট ভিসির পদ থেকে সরে দাঁড়ান অধ্যাপক মাকসুদ কামাল। পরে গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) অধ্যাপক নিয়াজ আহমেদকে ঢাবির উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। একইদিনে তিনি কর্মস্থলে যোগদান করেন।