ইএফটিতে বেতন: তথ্য সংশোধনের নতুন সূচি জানাল মাউশি 

মাউশি লোগো
মাউশি লোগো

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতন-ভাতা দিতে শিক্ষক-কর্মচারীদের তথ্য সংশোধনের নতুন সূচি জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

বুধবার (৫ মার্চ) মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. শাহজাহান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর জন্য প্রয়োজনীয় এমপিওর তথ্য সংশোধনের অনলাইন এমপিও আবেদনের সিডিউলের বাইরে উল্লিখিত সিডিউল অনুযায়ী সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক (কলেজ), উপপরিচালক (মাধ্যমিক), জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়। নিম্নে বর্ণিত সিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হলো।

চিঠির তথ্য অনুযায়ী, স্কুলের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা ২০ মার্চের মধ্যে তথ্য অনলাইনে আপলোড ও হার্ডকপি জমা দিতে পারবেন। আর এই তথ্য ৩০ মার্চের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা থেকে অগ্রায়ন ১০ এপ্রিলের মধ্যে করতে হবে।

আঞ্চলিক পরিচালক অফিস থেকে ২০ এপ্রিলের মধ্যে অগ্রায়ন আর মাউশি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা থেকে ২৭ এপ্রিলের মধ্যে অনুমোদন করতে হবে।

অপরদিকে কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান আবেদন করতে পারবেন ২০ মার্চের মধ্যে। আঞ্চলিক পরিচালক থেকে এই তথ্য অগ্রায়ন হবে ২০ এপ্রিলের মধ্যে আর মাউশি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা অনুমোদন দেবে ২৭ এপ্রিলের মধ্যে।


সর্বশেষ সংবাদ