জানুয়ারি মাসের বেতন নিয়ে সবশেষ যা জানাল মাউশি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে ছাড় করা হবে বলে জানা গেছে। আগামীকাল মঙ্গলবার অথবা আগামী বুধবার শিক্ষক-কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অদিদপ্তরের (মাউশি) উপপরিচালক (সাধারণ প্রশাসন) মোঃ শাহজাহান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।
মাউশির এ কর্মকর্তা বলেন, ‘বেতন না হওয়ায় শিক্ষকরা কষ্টে আছেন—বিষয়টি আমরা অনুধাবন করছি। তবে ভালো কিছু পেতে হলে, কিছুটা কষ্ট সহ্য করতে হয়। শিক্ষক-কর্মচারীদের ভোগান্তি কমাতেই ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে কিছু সমস্যা দেখা দিয়েছে। এটি ঠিক হয়ে যাবে।’
আরও পড়ুন: ‘এক ডিম ৩ জন খেয়ে রোজা রেখেছি’—বেতন না পাওয়া শিক্ষক
শিক্ষক-কর্মচারীরা কবে নাগাদ জানুয়ারি মাসের বেতন পাবেন এমন প্রশ্নের জবাবে মোঃ শাহজাহান আরও বলেন, ‘আশা করছি আগামী দুই/একদিনের মধ্যে শিক্ষক-কর্মচারীরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন। আমরা সেই চেষ্টা করছি।’
জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।
ব্যাংকগুলোর মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদনসহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন-ভাতা জোটে।
আমি এক দূর্গম চরের স্কুলে চাকরি করি। আমার বাড়িতে দুই হাজার টাকার মতো খরচ হয়। অথচ আমার কাছে ৪০০ টকাও নেই। কিছু অভিভাবক সবজি দিয়ে সহায়তা করেছেন, জানিনা এভাবে ভিক্ষাবৃত্তি করে কতদিন চলতে পারব? নতুন একটা চাকরির সন্ধান করছি, পেলেই সেই পেশায় চলে যাব।’
এ পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে। তবে তারা এখনো জানুয়ারি মাসের বেতন পান নি।