২২ জানুয়ারি ২০২৫, ১৮:৫৪

৬৭ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন ব্যাংকে না যাওয়ার কারণ জানাল ইএমআইএস সেল

মাউশি লোগো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ৬৭ হাজার শিক্ষক-কর্মচারী দ্বিতীয় ধাপে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)-এর মাধ্যমে বেতনের মেসেজ পেয়েছেন। তবে বেতনের অর্থ এখনো ব্যাংকে জমা হয়নি। ফলে এখনো ডিসেম্বর মাসের বেতন তুলতে পারেননি তারা।

৬৭ হাজার শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার অর্থ ব্যাংকে জমা না হওয়ার কারণ জানতে ইএমআইএস সেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে দ্যা ডেইলি ক্যাম্পাস। তারা বলছেন, বেতনের অর্থ ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া চলছে। এজন্য আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে কাজ চলছে। শিগগিরই শিক্ষক-কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হবে।

জানতে চাইলে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম এনালিষ্ট খন্দকার আজিজুর রহমান আজ বুধবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘যে সকল শিক্ষক-কর্মচারী বেতন পাবেন, তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে ইএমআইএস সেলের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানো হয়েছে। তবে ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়ার প্রসেসটা এখনো সম্পন্ন হয়নি। এটি সম্পন্ন হতে আরও একটু সময় লাগবে। আইবাস++ সফটওয়্যারে কাজ চলছে। আশা করছি আগামী দুই/একদিনের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হবে।’

আরও পড়ুন: এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষক নিয়োগ-এমপিভুক্তি একসঙ্গে হবে: শিক্ষা উপদেষ্টা

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

ব্যাংকগুলোর মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদনসহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন-ভাতা জোটে।

এ পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, বেসরকারি স্কুল-কলেজের ৩ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে ৩ লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই করছে মাউশি। এর মধ্যে প্রথম ধাপে এক লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৬৭ হাজার শিক্ষক-কর্মচারী বেতনের মেসেজ পেয়েছেন। সে হিসেবে এখনো বেতনের বাইরে রয়েছেন ১ লাখ ২৪ হাজার শিক্ষক-কর্মচারী। দ্রুত বেতনের দাবি জানিয়েছেন বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীরা।