০৭ এপ্রিল ২০২৫, ১৯:২৬

ধর্ষণের শিকার জমজ দুই বোনের পাশে তারেক রহমান

জমজ দুই বোনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ধর্ষণের শিকার জমজ দুই বোনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিপীড়নের শিকার এই দুই কিশোরীর সামাজিক পুনর্বাসন, নিরাপত্তা, আইনি সহায়তা ও চিকিৎসা নিশ্চিত করতে সোমবার দুপুরে একটি সম্মেলনে বিস্তারিত ঘোষণা দেন জেলা বিএনপির নেতারা।

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়গুলো উপস্থাপন করেন জেলা বিএনপি, ড্যাব (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।  

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নিপীড়িত নারী ও শিশু আইন সহায়তা সেল নোয়াখালী জেলার সদস্য অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ। তিনি জানান, এ ধরনের ভয়াবহ অপরাধে যাতে কোনোভাবেই রাজনৈতিক বা আইনগত আশ্রয় না পায়, সেজন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পরিষ্কার অবস্থান নিয়েছে। ধর্ষকদের কেউ যেন কোনও প্রকার আইনি সহায়তা না পায়, তা নিশ্চিত করতে আইনজীবী ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, এই পরিবারটি শুধু আইনি সুরক্ষা নয়, একটি সমাজব্যবস্থার মধ্যে ফিরে যাওয়ার জন্য মানবিক সহায়তার দাবি রাখে। আমাদের নেতা তারেক রহমান এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, এই ঘটনা আমাদের রাজনৈতিক অবস্থান নয়, বরং মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সক্রিয় হয়েছি। একটি পরিবারের যন্ত্রণাকে দূরে সরিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমানের নির্দেশনায় ড্যাবের পক্ষ থেকে ভুক্তভোগী দুই বোনের চিকিৎসা ও মানসিক পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি, স্থানীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।  

ড্যাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নিপীড়নের শিকার যেকোনো নারী বা শিশুকে সহায়তা দিতে একটি পাঁচ সদস্যবিশিষ্ট মেডিকেল সেল গঠন করা হয়েছে, যারা সরাসরি চিকিৎসা ও কাউন্সেলিং সহায়তা দেবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল হোসাইন বুলবুল, ড্যাব নোয়াখালীর সভাপতি ডা. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন তালুকদার।  

বক্তারা বলেন, রাষ্ট্র যখন ব্যর্থ হয়, তখন মানুষ রাজনীতির দিকে চেয়ে থাকে। জমজ দুই বোনের ওপর এমন বর্বর ঘটনার পর মানুষ এখন মানবিক নেতৃত্বের সন্ধানে। তারেক রহমান সেই জায়গা থেকেই দায়িত্ব নিচ্ছেন, সাহস দিচ্ছেন, এবং একটি বিপর্যস্ত পরিবারকে আবার দাঁড়ানোর সুযোগ তৈরি করে দিচ্ছেন।  

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু এই ঘটনায় নয়, দেশের যেকোনো জায়গায় এমন ঘটনা ঘটলে তাদের সেল সক্রিয় ভূমিকা পালন করবে। কারণ, ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার, আর সেই অধিকার রক্ষার দায়িত্ব সমাজের প্রতিটি স্তরের মানুষের।