নারীকে উত্ত্যক্ত করার জেরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ তিন গ্রামবাসীর, আহত শতাধিক
হবিগঞ্জের বাহুবল উপজেলায় স্বামীর সঙ্গে ঈদের ছুটিতে ঘুরতে যাওয়া নারীকে উত্ত্যক্ত করার জেরে রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে তিন গ্রামের মানুষ। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বানিয়াগাঁও, চরগাঁও ও জয়নগর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে স্বামীর সঙ্গে চা বাগানে ঘুরতে যান বানিয়াগাঁও গ্রামের এক নারী।
তাকে উত্ত্যক্ত করেন চরগাঁও গ্রামের তিন যুবক। এ সময় ওই নারীর স্বামী প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে দুই গ্রামে বিরোধ ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজন মিরপুর বাজারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পাশের গ্রাম জয়পুরের গ্রামবাসী বানিয়াগাঁওয়ের পক্ষ নিয়ে সংঘর্ষে অংশ নেয়।
একে অন্যের ওপর দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ছুড়তে থাকলে শতাধিক লোক আহত হয়। পরে রাত ৮টায় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ চলাকালে মিরপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। সংঘর্ষে আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
নবীগঞ্জ ও বাহুবলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহুরুল হক বলেন, ‘স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া এক নারীকে উত্ত্যক্ত করা নিয়ে সংঘর্ষ হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, রাত ১১টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মিরপুর বাজারে থমথমে অবস্থা বিরাজ করছিল এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।