১৭ মার্চ ২০২৫, ০৯:৩৫

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে জামাইকে ছাড়াব—ফেসবুক লাইভে সেই সাজ্জাদের স্ত্রী

‘সন্ত্রাসী’ সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন

ঢাকায় এসে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন। এ ঘটনার পর রবিবার (১৬ মার্চ) তার স্ত্রী তামান্না শারমিনের ৫৮ সেকেন্ডের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তিনি বলেন, ‘কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে (স্বামী) নিয়ে আসব।’  

শারমিন বলেন, ‘আমার জামাই শনিবার (১৫ মার্চ) রাতে অ্যারেস্ট হইছে, এ নিয়ে এত হইহুল্লোড় করার কিছুই নাই। ঠিক আছে, মামলা যখন আছে, অ্যারেস্ট হবেই। এগুলা নিয়ে টেনশন করে, দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করার কিছুই নাই। আপনারা যারা ভাবতেছেন, আমার জামাই অ্যারেস্ট হইছে, আর কোনো দিন বের (জামিন) হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা।’

প্রতিপক্ষকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এ ঘটনা ঘটাইছে, তাদের ছাড় দেওয়া হবে না। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা শুরু। খেলা শুরু হবে এখন।’

ভিডিওতে ব্রাউন কালার চুলে লাল রঙের জামা পরা তামান্নাকে বেশ উৎফুল্ল দেখা গেছে। ভিডিওটির শেষ পর্যায়ে ১০-১২ দিনের মধ্যে সাজ্জাদকে ছাড়িয়ে আনার জন্য তার সমর্থকদের কাছে দোয়াও চেয়েছেন শারমিন।

আরো পড়ুন: কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আসনপ্রতি যত আবেদন পড়ল

এর আগে, গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় পুলিশ সাজ্জাদকে ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি। এতে পুলিশসহ পাঁচজন আহত হন। এরপর গত ২৯ জানুয়ারি ফেসবুক লাইভে এসে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে রাস্তায় পেটানোর হুমকি দিয়েছিলেন সাজ্জাদ।

তাকে ধরতে পরদিন ৩০ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। সবশেষ গত শনিবার রাত ১০টার দিকে ঢাকার একটি শপিং মলে ঘোরাঘুরি করার সময় সাজ্জাদকে আটক করে তেজগাঁও থানা পুলিশ।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১৭টি মামলা রয়েছে।  দুর্ধর্ষ এই সন্ত্রাসী যাতে সহজে বেরিয়ে আসতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’