শিশু আছিয়ার সর্বশেষ অবস্থা জানাল সিএমএইচ কর্তৃপক্ষ

সিএমএইচ হাসপাতাল
সিএমএইচ হাসপাতাল

গত ৫ মার্চ মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশু আছিয়াকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু আইসিইউতে স্থানান্তর করা হয়। তখন থেকেই সে লাইফ সাপোর্টে রয়েছে।  

আজ সোমবার (১০ মার্চ) সিএমএইচ হাসপাতালের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আছিয়া এখনও সম্পূর্ণ অচেতন অবস্থায় আছে। তার রক্তচাপ কার্ডিয়াক সাপোর্টসহ ১২০/৭০ মিমি, হৃদস্পন্দন ১১৮ বার প্রতি মিনিটে এবং অক্সিজেনের মাত্রা ৯৬% পাওয়া গেছে। তার গলার সামনের দিকে গভীর ক্ষতসহ শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  

শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সিএমএইচ কমান্ড্যান্টের নেতৃত্বে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে চিফ সার্জন জেনারেল, শিশু বিভাগের উপদেষ্টা, স্ত্রী ও ধাত্রীবিদ্যা বিভাগের উপদেষ্টা, প্লাস্টিক সার্জারি ও শিশু সার্জারি বিভাগের প্রধানসহ সিনিয়র বিশেষজ্ঞরা রয়েছেন।  

চিকিৎসকরা আছিয়ার শারীরিক অবস্থা নির্ণয়ে CT scan of abdomen, chest and brain, USG of abdomen, chest x-ray, রক্তের বিভিন্ন পরীক্ষাসহ প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন করেছেন। পরীক্ষায় Pneumothorax (ডান ফুসফুসে বাতাস জমে যাওয়া), ARDS (শ্বাসকষ্টজনিত জটিলতা) এবং Diffuse Cerebral Edema (মস্তিষ্কে ফোলা) ধরা পড়েছে। এসব সমস্যার জন্য শিশুটিকে স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ