বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল দুই যুবকের
ঝালকাঠির নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার পৃথক দুই ঘটনায় বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৯ মার্চ) এই ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি আব্দুস সালাম এবং কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দু’জন হলেন, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকার রুবেল হাওলাদার (৩২) এবং কাঁঠালিয়া সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামের নাইম ইসলাম (২৭)। রুবেল মোকাব্বের হাওলাদারের ছেলে এবং নাইম চুন্নু হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই যুবক মোটরের মাধ্যমে পুকুরের পানি সেচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: ধর্ষণবিরোধী মিছিল থেকে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু
এ ঘটনার পর নলছিটি থানার ওসি আব্দুস সালাম এবং কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।