নির্মাণাধীন বেড়িবাঁধের গাছচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু
- পিরোজপুর প্রতিনিধি
- প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০২:৫৮ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

পিরোজপুর সদর উপজেলায় নির্মাণাধীন বেড়িবাঁধের গাছচাপায় নুসরাত জাহান মিম্মি (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সোবাহান।
জানা গেছে, মিম্মি উপজেলার কদমতলা ইউনিয়নের ভেড়ামারা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে স্থানীয় ভেড়ামারা মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের বাবা জানান, সকালে মা ও ভাইয়ের সঙ্গে মিম্মি বলেশ্বর নদীর পাড়ে মাঠে খেসারি ডাল তুলতে যায়। এরপর সেখান থেকে পাশেই একটি খেত থেকে পাকা টমেটো তুলছিল সে। এ সময় নদীর পাড়ে ভেকু দিয়ে নির্মাণাধীন বেড়িবাঁধের খনন কাজ চলছিল। এ সময় ভেকু দিয়ে তুলে ফেলা একটি সুপারি গাছ মিম্মির ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ওসি আব্দুস সোবাহান জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’