০৭ মার্চ ২০২৫, ১২:০০

বিদেশি মদের চালানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আব্দুল করিম ও রাব্বানী ওরফে জালামিন

সিলেটে বিদেশি মদের চালানসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৫ মার্চ) সীমান্ত বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) র‍্যাব-৯, সিলেটের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজারের ফুলকারগাঁও গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে আব্দুল করিম এবং একই গ্রামের আরাফাত আলীর ছেলে রাব্বানী ওরফে জালামিন।

র‍্যাবের মিডয়া সেল জানায়, বুধবার রাতে জেলার দোয়ারাবজারের সীমান্ত বাজার বালিউরা থেকে র‍্যাব-৯ সিলেট, সিপিএসসির একটি টিম আব্দুল করিম ও রাব্বানীর হেফাজত থেকে ৫২৮ বোতল বিদেশি মদ জব্দ করে।
জব্দকৃত মদসহ বুধবার রাতেই দুই মাদক কারবারিকে  র‍্যাবের পক্ষ থেকে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে।  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।