১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৭

জাবিতে শিক্ষার্থীর চুরি হওয়া স্মার্টফোনসহ নারী আটক

জাবিতে চুরি হওয়া স্মার্টফোনসহ আটক হওয়া নারী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চুরি হওয়া দুটি স্মার্টফোনসহ এক নারীকে আটক করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে তাকে আটক করেন এক শিক্ষার্থী। পরে নিরাপত্তাকর্মীর সহযোগিতায় তাকে তল্লাশি করলে তার ব্যাগে দুটি স্মার্টফোন পাওয়া যায়।

আটক নারীর (৪০) বাড়ি রবিশালের পাথরঘাটায়। তিনি সাভারের নিউ মার্কেট এলাকায় থাকেন বলে জানান। জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী ইশরাতুন জাহান বলেন, ‘আমি সমাজবিজ্ঞান অনুষদ থেকে বের হয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিলাম। আটক নারী আমার পেছনে ছিলেন। একটু পর আমার সাথে থাকা ব্যাগ হালকা অনুভব করি এবং চেইন খোলা পাই। সাথে সাথে ব্যাগে আমার ফোনটি খুজে না পেয়ে পেছনে থাকা নারীকে সামনে যেতে দেখি। তাকে সন্দেহ হলে আমি তাকে আটক করি। পরে তার কাছে আমারটিসহ দুটি ফোন পাই।’

আরো পড়ুন: সাত কলেজে ভর্তি: মন্ত্রণালয়-ইউজিসির সিদ্ধান্তের অপেক্ষায় ঢাবি

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। দায়িত্বরত নিরাপত্তাকর্মীকে নির্দেশনা দিয়েছি তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে। কোনো নারীর দ্বারা এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত এসআই মো. মামুন আটক নারী ও ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছেন। পরে আটক নারীকে থানায় নিয়ে যান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। আজ সোমবার দ্বিতীয় দিনে ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তিচ্ছু ছেলে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।