বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজপড়ুয়া চাচাতো বোনকে পিটিয়ে হত্যা

বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় চাচতো বোনকে রডের আঘাতে হত্যা করছেন এক যুবক। শুক্রবার (২৮ জুলাই) ভারতের দিল্লির মালবীয় নগরের একটি পার্কে এ ঘটনাটি ঘটে। ২৫ বছর বয়সী ওই তরুণীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, মালবীয় নগরের বিজয় মণ্ডল পার্কে এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিথর দেহের পাশ থেকে একটি রডও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ধোলাইখাল থেকে গয়েশ্বর চন্দ্র রায় আটক

পুলিশ জানিয়েছে, এই তরুণী দিল্লির কমলা নেহরু কলেজের ছাত্রী। তিনি চাচাতো ভাই ইরফানের সঙ্গে পার্কে ঘুরতে এসেছিলেন। পার্কে আসার আগে কলেজ ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ইরফান। কিন্তু ইরফানের চাকরি না থাকায় বিয়ের প্রস্তাব মেনে নেয়নি মেয়েটির পরিবার। ইরফানকে তরুণী জানিয়েছে দেয় আর যোগাযোগ না রাখার কথা। এতে ক্ষিপ্ত হয়ে তরুণীকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তদন্তে, রড দিয়ে মাথায় প্রচণ্ড আঘাতের কারণেই মৃত্যু হয় তরুণীর।


সর্বশেষ সংবাদ