ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

জহিরুল ইসলাম মিঠু
জহিরুল ইসলাম মিঠু

ময়মনসিংহের গৌরিপুরে এক জুয়েলারির দোকানে দোকানি ও ক্রেতার ঝগড়া থামাতে গিয়ে ক্রেতার ছুরিকাঘাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে বিক্ষুদ্ধ জনতা ক্রেতা ডেভিড রকির বাড়িতে ও কয়েকটি দোকানে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে গেলে ফায়ার সার্ভিসের দুইটি গাড়িও ভাঙচুর করে বিক্ষুদ্ধ জনতা। এতে চারজন দমকল কর্মী আহত হয়েছেন। 

গৌরীপুর পৌরসভার পাটবাজার মহল্লার বাসিন্দা মোখলেছুর রহমানের ছেলে জহিরুল ইসলাম মিঠু (২৪) ছুরিকাঘাতে মারা যান। তিনি গৌরীপুর সরকারি কলেজের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পৌর সভার পাট বাজারের সোমা ফার্মেসী মিঠুদের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফার্মেসীর পাশে চাচাতো ভাই টিপু সুলতানের জুয়েলার্সের দোকানে অলংকার কেনা নিয়ে বাগবিতণ্ডায় জড়ায় পৌর এলাকার চকপাড়া মহল্লার ডেভিড রকি। তিনি ওই এলাকার ডেভিড বাদলের ছেলে। জুয়েলার্স দোকানে বাগবিতণ্ডা দেখে নিজের দোকান ছেড়ে মিঠু দুইজনকে থামাতে যান। এসময় ডেভিড রকি কলেজছাত্র মিঠুর বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা দেলোয়ার খান জানান, অকারণে তার ভাতিজাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার দাবি জানান তিনি।

এদিকে মিঠুর মৃত্যুর খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ডেভিড রকির বাড়িতে আগুন দেয় বিক্ষুদ্ধ জনতা। 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আবদুল হালিম সিদ্দকী বলেন, দোকানে কেনাবেচনা নিয়ে বাগবিতণ্ডার জেরে হত্যার ঘটনা ঘটে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।


সর্বশেষ সংবাদ