বনলতা এক্সপ্রেস লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৯:২৪ AM , আপডেট: ০৫ মে ২০২৫, ০৯:২৪ AM

রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে আজ সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় বগির এক প্রান্তের চারটি চাকা রেললাইন থেকে নিচে নেমে যায়। ঘটনার পর ট্রেনের সঙ্গে মাত্র তিনটি বগি অবশিষ্ট ছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী মামুন আলী বলেন, ‘ট্রেনটি স্টেশনে ঢোকার সময় বিকট শব্দ হয়। পরে দেখি একটি বগি লাইনচ্যুত হয়েছে। সবাই আতঙ্কে নেমে পড়ে।’
ঘটনার পর রেলওয়ের কারিগরি দল তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে বগিটি লাইনে উঠিয়ে আনা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, ‘আমরা দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করেছি। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’