০৫ এপ্রিল ২০২৫, ০৯:৫৮

ঈদের পর বিনোদন কেন্দ্রে ভিড় পর্যটকদের

ভোলার পর্যটন কেন্দ্রগুলো বিনোদনপ্রেমীদের পদাচারণায় মুখর হয়ে উঠেছে

ঈদের দীর্ঘ ছুটিতে ভোলার পর্যটন কেন্দ্রগুলো বিনোদনপ্রেমীদের পদাচারণায় মুখর হয়ে উঠেছে। ঈদের দিন থেকে জেলার পর্যটন স্পটগুলোয় হাজারো মানুষের উপস্থিতি দেখা গেছে। ছুটিতে আপনজনের নিয়ে একটু বিনোদনের প্রত্যাশায় ছুটে বেড়াচ্ছেন তারা। 

জেলা সদরের মেঘনা পাড়ের তুলাতলী, ইলিশবাড়ি, আলাপন রিসোর্ট, ইলিশা লঞ্চঘাট, খেয়াঘাট সড়কের ড্রিমল্যান্ড, বেবীল্যান্ড, চরফ্যাশনের বেতুয়া প্রশান্তি পার্ক, কুকরী-মুকরী, তারুয়া সৈকত, মনপুরার কলাতলীর দখিনা হাওয়া সি-বিচসহ পর্যটন স্পটগুলোতে বিভিন্ন জেলা থেকে আগত ভ্রমণপিপাসুদের ঢল নেমেছে।

এসব বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের আর্কষণ বাড়াতে ব্যাপক সাজে সাজানো হয়েছে। ফলে দর্শনীয় এসব এলাকাগুলোতে ছুটে আসছেন পর্যটকরা। এখানে মুক্ত বিহঙ্গে নিজেকে বিলিয়ে একটু প্রশান্তির আশায় প্রকৃতির সঙ্গ পেতে প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসছেন নানা বয়সী শ্রেণি-পেশার মানুষ।

সরেজমিনে দেখা গেছে, প্রমত্ত্বা মেঘনার মিঠা পানির মাতাল ঢেউ, বাহারি সাজের সবুজ বৃক্ষরাজি আর সিসি ব্লকে বসে সূর্য উদয় আর সূর্যাস্তের অনিন্দ্য সুন্দর দৃশ্য দেখার সুযোগ রয়েছে তুলাতলীর বিনোদন কেন্দ্রে। চরফ্যাশনের বেতুয়া নদীর প্রশান্তি পার্কের চারদিকে নির্মল বাতাস, একপাশে ছোট ছোট গাছপালা আর অন্যপাশে নদীর ঢেউয়ের শব্দ আর অন্যদিকে বিস্তীর্ণ এলাকাজুড়ে নানা প্রজাতির বৃক্ষরাজি। 

প্রকৃতির এমন অপরূপ সুনিপুণ মায়াবী দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। ঈদের ছুটিতে যা পরিণত হয়েছে নারীপুরুষ,আবাল বৃদ্ধবনিতার জনস্রোতে। ভোলা সদরের তুলাতিলি ইলিশ বাড়ী পর্যটন কেন্দ্র ঘুরতে আসা পর্যটক শিমুল, রেশমী আকিফসহ বেশ কয়েকজন পর্যটক বলেন, ভোলার একাধিক দর্শনীয় স্থানগুলোতে এলে মন জুড়িয়ে যায়, পরিবার-পরিজন নিয়ে মেঘনা পাড়ের বিশুদ্ধ বাতাস আর নির্মল পরিবেশ আমাদের বিমুগ্ধ করে। 

সব মিলিয়ে এখানকার পরিবেশটা অন্যসব বিনোদন কেন্দ্রগুলো থেকে একেবারেই আলাদা। তুলাতলী পার্কসহ বেশ কয়েকটি স্পট ঘুরে দেখা গেছে, কেউ প্রিয়জনদের নিয়ে ঘুরছেন। কেউবা নৌকা স্পিডবোটে ঘুরে আনন্দ উপভোগ করছেন। কারো মধ্যে যেন উৎসবের কমতি নেই।

আরো পড়ুন: ফেরত নেওয়ার যোগ্য এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা সনাক্ত করলো মিয়ানমার

ঈদের প্রথমদিন থেকে পর্যটকদের ঢল নামায় খুশি এখানকার পর্যটন ব্যবসায়ীরা। পর্যটন উদ্যোক্তা ড্রিমল্যান্ড পার্কের স্বত্ত্বাধিকারী নাসির উদ্দিন লিটন বলেন, আমাদের পার্কটিতে শিশুদের জন্য বাহারী রকমের রাইডের পাশাপাশি বড়দের জন্যও বিনোদনের ব্যবস্থা রয়েছে। তাছাড়া ঈদ উপলক্ষ্যে পুরো পার্ক এলাকাটিকে খুব আকর্ষণীয় করে সাজানো হয়েছে, তাই এখানে পর্যটকদের আকর্ষণ ব্যাপকহারে বেড়েছে।

তুলাতুলি ইলিশবাড়ী পর্যটন স্পটের পরিচালক হেলালউদ্দিন বলেন, অন্যান্যবারের চাইতে এবার ঈদে ভ্রমণ পিপাসুদের ভিড় আমাদের ব্যবসাকে আরো সমৃদ্ধ ও লাভবান করছে।

নিরাপদ ঈদ উদযাপন করতে দর্শননার্থীদের জন্য সব ধরনের নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, এবারের ঈদে জেলার সব বিনোদন স্পটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মানুষ যেন সুন্দরভাবে ঈদের আনন্দ উদযাপন করতে পারে, সেজন্য এসব স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকেই মোতায়েন কর হয়েছে।