০৩ এপ্রিল ২০২৫, ০৭:১৯

মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা’

নাটোরের লালপুর উপজেলার বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ লেখা ভেসে উঠেছে। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় মসজিদটির ডিজটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে। 

এতে লেখা ছিল ‘বাংলা আমার অহংকার, তাই বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ পরে লেখাটি এলাকাবাসীর চোখে এলে ১৫ মিনিটের মাথায় সাইনবোর্ডটি নামিয়ে ফেলা হয়।
 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মসজিদের ডিজিটাল সাইনবোডে লেখাটি দেখার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ডটি বন্ধ করে নামিয়ে ফেলেছে মসজিদ কর্তৃপক্ষ। তবে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে এমন লেখা কী করে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে।

এরআগে, ঈদের দিন বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে রামকৃষ্ণপুরে ঈদের নামাজের পর জয় বাংলা স্লোগান দেয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।