১০ হাজার টাকা ভাতা সুবিধাসহ ইন্টার্নশিপের সুযোগ স্রেডায়, আবেদন করুন দ্রুতই
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৯:২৫ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

বাংলাদেশি শিক্ষার্থীদের তিন মাস মেয়াদি সপ্তম ব্যাচে ইন্টার্ন নিয়োগ দেবে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)। ইন্টার্নশিপ চলাকালীন মাসিক ১০ হাজার টাকা হারে ইন্টার্নশিপ ভাতা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৬ মার্চ দুপুর ১২টা।
দেশের নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন-প্রসার, জ্বালানির দক্ষ ব্যবহার ও উন্নয়ন, জ্বালানি সাশ্রয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ এবং নতুন সম্ভাবনাময় টেকসই জ্বালানির ক্রমাগত অনুসন্ধানে এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে স্রেডা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে।
ভাতার পরিমাণ—
ইন্টার্নশিপ চলাকালে মাসিক ১০ হাজার টাকা হারে ইন্টার্নশিপ ভাতা দেওয়া হবে। সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর ইন্টার্ন সনদ প্রদান করা হবে।
আরও পড়ুন: বিনা মূল্যে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আবেদন এইচএসসি পাসেই, দৈনিক ভাতা ২০০
আবেদনের যোগ্যতা—
*আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে;
*যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) অথবা নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা পরীক্ষায় অবতীর্ণ (Appeared) হতে হবে। অবতীর্ণ প্রার্থীদের পরীক্ষায় অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে;
*স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে;
আরও পড়ুন: বিনা মূল্যে ইউনিসেফের ইয়ং লিডারস প্রোগ্রামে অংশ নিন, ৩০-এর কম বয়সী হলেই আবেদন
আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
প্রিলিমিনারি পরীক্ষা—
প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামে ইন্টার্ন নির্বাচনের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৮ মার্চ অনলাইনে গ্রহণ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২০ মার্চ ২০২৫ স্রেডার দপ্তর, আইইবি ভবন (লেবেল-১০), রমনা, ঢাকায় গ্রহণ করা হবে।