চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, পদ ২৯

বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ২৯ জন শিক্ষক নিয়োগে আবেদন চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ২৯ জন শিক্ষক নিয়োগে আবেদন চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ২৯ জন শিক্ষক নিয়োগে ১০ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ এপ্রিলের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়;

CHOTTO UNI

১. পদের নাম: সহকারী অধ্যাপক;

পদসংখ্যা: ২ (স্থায়ী);

বিভাগ: পদার্থবিদ্যা (ফিজিকস/অ্যাটমসফেরিক ফিজিকস/অ্যাস্ট্রোফিজিকস অ্যান্ড কসমোলজি/রিনিউয়েবল এনার্জি/ইলেকট্রনিকস/রেডিয়েশন অ্যান্ড হেলথ ফিজিকস);

বেতন গ্রেড: ষষ্ঠ;

২. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ১ (স্থায়ী);

বিভাগ: পদার্থবিদ্যা (ফিজিকস/অ্যাটমসফেরিক ফিজিকস/অ্যাস্ট্রোফিজিকস অ্যান্ড কসমোলজি/রিনিউয়েবল এনার্জি/ইলেকট্রনিকস/রেডিয়েশন অ্যান্ড হেলথ ফিজিকস);

বেতন গ্রেড: ৯ম;

৩. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ২ (স্থায়ী);

বিভাগ: রসায়ন (ভৌত রসায়ন);

বেতন গ্রেড: ৯ম;

আরও পড়ুন: নোবিপ্রবি বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, পদ ২৬

৪. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ২ (স্থায়ী);

বিভাগ: রসায়ন (জৈব রসায়ন);

বেতন গ্রেড: ৯ম;

৫. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ২ (স্থায়ী);

বিভাগ: রসায়ন (অজৈব রসায়ন);

বেতন গ্রেড: ৯ম;

৬. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ৩ (স্থায়ী);

বিভাগ: প্রাণিবিদ্যা বিভাগ;

বেতন গ্রেড: ৯ম;

৭. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ৩ (ছুটিজনিত অস্থায়ী);

বিভাগ: প্রাণিবিদ্যা বিভাগ;

বেতন গ্রেড: ৯ম;

৮. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ৪ (স্থায়ী);

বিভাগ: আরবি বিভাগ;

বেতন গ্রেড: ৯ম;

আরও পড়ুন: খাদ্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৯১

৯. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ২ (স্থায়ী);

বিভাগ: বাংলাদেশ স্টাডিজ বিভাগ;

বেতন গ্রেড: ৯ম;

১০. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ১ (সহকারী অধ্যাপক পদের বিপরীতে-অস্থায়ী);

বিভাগ: বাংলাদেশ স্টাডিজ বিভাগ;

বেতন গ্রেড: ৯ম;

১১. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ১ (সহকারী অধ্যাপক পদের বিপরীতে-অস্থায়ী);

বিভাগ: বাংলাদেশ স্টাডিজ বিভাগ (রাজনীতিবিজ্ঞান/আন্তর্জাতিক সম্পর্ক বিষয়);

বেতন গ্রেড: ৯ম;

১২. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ১ (ছুটিজনিত অস্থায়ী);

বিভাগ: ইংরেজি বিভাগ;

বেতন গ্রেড: ৯ম;

১৩. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ১ (অধ্যাপক পদের বিপরীতে-অস্থায়ী);

বিভাগ: আধুনিক ভাষা ইনস্টিটিউট (ভাষা ও ভাষাবিজ্ঞান বিষয়);

বেতন গ্রেড: ৯ম;

১৪. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ৩ (ছুটিজনিত অস্থায়ী);

বিভাগ: আধুনিক ভাষা ইনস্টিটিউট (ভাষা ও ভাষাবিজ্ঞান বিষয়);

বেতন গ্রেড: ৯ম;

১৫. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ১ (স্থায়ী);

বিভাগ: সংস্কৃত বিভাগ;

বেতন গ্রেড: ৯ম;

আরও পড়ুন: নন-ক্যাডারে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ১,৭০৭

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে অথবা এখানে ক্লিক করে দরখাস্তের নির্ধারিত ফরম ও প্রকাশনার তালিকার প্রোফর্মা ডাউনলোড করে তা পূরণের পর দরকারি কাগজপত্রসহ ৬ সেট দরখাস্ত সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে;

আবেদন ফি—

অগ্রণী ব্যাংক পিএলসি/জনতা ব্যাংক পিএলসির যে কোনো শাখা থেকে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক পিএলসি/জনতা ব্যাংক পিএলসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ওপর প্রদেয় আবেদন ফি বাবদ ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট (উক্ত দুটি ব্যাংকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে হলে পে-অর্ডার) করে টাকা জমাদানের রসিদ আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ এপ্রিল ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট


সর্বশেষ সংবাদ