১০ ব্যাংকের ২,৭৭৫ পদের চূড়ান্ত ফল প্রকাশ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৫ মার্চ) ১০ম গ্রেডের (JOB ID-10181) ২,৭৭৫ পদের নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ সংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিবিধান অনুসরণ করে মেধা ও কোটা অনুসারে প্রণীত প্যানেল হতে ২,৭৭৫ প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ১০৫৪, জনতা ব্যাংক পিএলসিতে ৩০২, অগ্রণী ব্যাংক পিএলসিতে ১০০০, রূপালী ব্যাংক পিএলসিতে ১৫, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৩৫, বাংলাদেশ কৃষি ব্যাংক ২৭৫, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ২৪, প্রবাসী কল্যাণ ব্যাংক ১৯, কর্মসংস্থান ব্যাংক ৪৫ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেমে ৬ জন রয়েছেন।
নির্বাচিত প্রার্থীদের তালিকা/ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।