১৫-২৫ হাজার বেতনে চাকরি রকমারি ডটকমে, লাগবে না অভিজ্ঞতা
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান রকমারি ডটকম। প্রতিষ্ঠানটি ‘ডেলিভারি ম্যান’ পদে ১০ কর্মী নিয়োগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে—চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: রকমারি ডটকম;
পদের নাম: ডেলিভারি ম্যান;
পদসংখ্যা: ১০টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
বেতন: ১৫,০০০—২৫,০০০ টাকা;
আরও পড়ুন: ২৫-৩৫ হাজার বেতনে চাকরি এসিআই মটরসে, আবেদনের সুযোগ ফ্রেশারদেরও
অন্যান্য সুযোগ-সুবিধা: পারফরম্যান্স বোনাস এবং হাজিরা বোনাস ৩,০০০ টাকা;
কাজের সুযোগ যেসব এলাকায়—
*রামপুরা, বনশ্রী, আফতাবনগর;
*মানিকনগর-খিলগাঁও;
*ফার্মগেট-হাতিরপুল, কারওয়ানবাজার-মহাখালী ডিওএইচএস;
*তেজগাঁও-মহাখালী, বনানীনিকেতন, গুলশান-১, ২, বনানী ডিওএইচএস;
*সায়েদাবাদ-মাতুয়াইল, ডেমরা/দয়াগঞ্জ-জুরাইন;
*লালমাটিয়া-মোহাম্মদপুর;
*মালিবাগ-কাকরাইল, মগবাজার-বাংলামোটর;
*দক্ষিণখান-উত্তরখান;
আরও পড়ুন: ৩৯ হাজার বেতনে চাকরি বেসরকারি সংস্থায়, বয়স ২২ হলেই আবেদন
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
বয়স: ২১ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*স্মার্টফোন থাকতে হবে এবং ঢাকার বিভিন্ন এলাকার রাস্তাঘাট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে;
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি প্রাণ গ্রুপে, পদ ৩০০
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম