০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৩

৬০,০০০ বেতনে চাকরি আন্তর্জাতিক সংস্থায়, কর্মস্থল ঢাকা

ফিন্যান্স অফিসার নিয়োগে আবেদন চলছে আইএফআরসিতে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) বাংলাদেশ। সংস্থাটি ‘ফিন্যান্স অফিসার আমেরিকান রেডক্রস (ম্যাটারনিটি কাভারেজ)’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে ই-মেইল পাঠিয়ে আবেদন করতে পারবেন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি);

পদের নাম: ফিন্যান্স অফিসার, আমেরিকান রেডক্রস (ম্যাটারনিটি কাভারেজ);

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

বেতন: ৬০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে);

আরও পড়ুন: ৭৫,০০০ বেতনে চাকরি রেড ক্রিসেন্ট সোসাইটিতে, আবেদন অনলাইনে

আবেদনের যোগ্যতা—

*অ্যাকাউন্টিং/ফিন্যান্সে এমবিএ ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*দাতব্য বা উন্নয়ন সংস্থায় ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*ফিন্যান্সিয়াল সিস্টেম ও বাজেটিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে;

*অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজে অভিজ্ঞ হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*এমএস ওয়ার্ড, এক্সেল, প্রেজেন্টেশন, ডাটাবেজ ও আউটলুকের কাজে দক্ষ হতে হবে;

কর্মস্থল: ঢাকা;

আরও পড়ুন: লক্ষাধিক টাকা বেতনে চাকরি অক্সফামে, কর্মস্থল ঢাকা

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা bangladesh.delegation@ifrc.org ঠিকানায় আবেদনপত্র ই-মেইল করে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম