ঢাবিতে চাকরির আবেদনের বয়স ৩২ করার সিদ্ধান্ত
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত বছরের ১৮ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চাকরির আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ২ জানুয়ারি সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ জানুয়ারি সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ৯ম গ্রেডের অফিসার হিসেবে নিয়োগের জন্য বিজ্ঞাপনে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর করা হয়েছে।
এর আগে সরকারের প্রজ্ঞাপন জারির পর বিশ্ববিদ্যালয়ে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তাতে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে একাধিক চাকরিপ্রার্থী প্রশাসনের কাছে অভিযোগও জানিয়েছিল।