ঢাবির ভর্তি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা থেকে প্রথম নটরডেমের তোফায়েল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার এই ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন তোফায়েল আহমেদ। উচ্চমাধ্যমিকে তার শিক্ষাপ্রতিষ্ঠান ছিল নটর ডেম কলেজ। গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
ভর্তি পরীক্ষায় অয়নের প্রাপ্ত নম্বর ৮২.২৫ ও সর্বমোট প্রাপ্ত নম্বর ১০২.২৫। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এই শিক্ষার্থী।
এবার পরীক্ষা মোট উত্তীর্ণের সংখ্যা ১১ হাজার ৩১০। এরমধ্যে মানবিকের ৫ হাজার ৭১৪, বিজ্ঞানের ৪ হাজার ৮৫৭ এবং ব্যবসায় শিক্ষার ৭৩৯ জন।
এছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসন রয়েছে। এরমধ্যে মানবিকের ১ হাজার ৭০৭টি, বিজ্ঞানের ৯৪৪টি এবং ব্যবসায় শিক্ষার ২৮৩টি।
এর আগে গত ২৫ জানুয়ারি ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ২৫ হাজার ৪৯৯ ভর্তিচ্ছুর মধ্যে অংশগ্রহণ করেন ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন। তাছাড়া বাতিল হয়েছে ১০৮ জন পরীক্ষার্থীর খাতা।