কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

ঢাবির ভর্তি পরীক্ষায় মানবিক থেকে প্রথম হলিক্রসের সাইফা

সাইফা বিনতে ওয়ারিশ
সাইফা বিনতে ওয়ারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টায় এ ফল প্রকাশিত হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার এই ইউনিটে মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন সাইফা বিনতে ওয়ারিশ। উচ্চমাধ্যমিকে তার শিক্ষাপ্রতিষ্ঠান ছিল রাজধানীর হলিক্রস কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।

ভর্তি পরীক্ষায় অয়নের প্রাপ্ত নম্বর ৮৬ ও সর্বমোট প্রাপ্ত নম্বর ১০৬। মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এই শিক্ষার্থী।

এবার পরীক্ষা মোট উত্তীর্ণের সংখ্যা ১১ হাজার ৩১০। এরমধ্যে মানবিকের ৫ হাজার ৭১৪, বিজ্ঞানের ৪ হাজার ৮৫৭ এবং ব্যবসায় শিক্ষার ৭৩৯ জন।

এছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসন রয়েছে। এরমধ্যে মানবিকের ১ হাজার ৭০৭টি, বিজ্ঞানের ৯৪৪টি এবং ব্যবসায় শিক্ষার ২৮৩টি। 

এর আগে গত ২৫ জানুয়ারি ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ২৫ হাজার ৪৯৯ ভর্তিচ্ছুর মধ্যে অংশগ্রহণ করেন ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন। তাছাড়া বাতিল হয়েছে ১০৮ জন পরীক্ষার্থীর খাতা।


সর্বশেষ সংবাদ