০৩ মার্চ ২০২৫, ০৮:০৯

ডেন্টাল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় সেরা দশ যারা

ডেন্টাল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় সেরা দশ

দেশের ৯টি সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে মোট ৫১৮ জন উত্তীর্ণ হয়েছেন। রবিবার (২ মার্চ) দুপুরের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারের প্রকাশিত ফলাফলে দেখা গেছে শীর্ষ দশজনের মধ্যে ৮ জনই মেয়ে। তীব্র এ প্রতিযোগিতায় জাতীয় মেধায় শীর্ষ ১০ জনের তালিকা প্রকাশ করা হল।

সেরা দশ হলেন যারা—প্রকাশিত ফলে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন রাজউক উত্তরা মডেল কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী সুবর্ণা বড়ুয়া। এছাড়াও দ্বিতীয় হয়েছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী মাহবুবা খান। 

আরও পড়ুন: ডেন্টালের ভর্তি পরীক্ষায় শীর্ষ তিনজনই মেয়ে

তৃতীয় স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী শ্রেয়া ঘোষ। চতুর্থ স্থান অর্জন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মরিয়ম খানম সাদিয়া। 

মেধা তালিকায় ৫ম স্থান অর্জন করেছেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের সাদিয়া খাতুন। ষষ্ঠ স্থান অধিকার করেছেন নবাবগঞ্জ সরকারি কলেজের মোসা: মারুফা আক্তার। সপ্তম স্থান অধিকার করেছেন চিটাগাং কলেজের জায়দ ইবনে আক্তার।

অষ্টম স্থান অধিকার করেছেন হলি ক্রস কলেজের তাসনিয়া বিনতে আলম। নবম স্থান অধিকার করেছেন সরকারি মজিদ মেমোরিয়াল কলেজ, খুলনার অনুরাগ দাশ এবং দশম স্থান অধিকার করেছেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের মোছা: আফরিন জাহান।

এর আগে সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৬৮ হাজার ৬৮৪ জন। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মোট আসন ৫৪৫টি।