জবির ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’  ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। ১৫ মিনিট বিলম্বে বেলা ৩টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে। 

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে জবির জনসংযোগ পরিচালক তথ্যটি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে উপাচার্যের অনুমোদনক্রমে  আজ বিকাল ৩টা ৩০ মিনিটের পরিবর্তে ৩টা ৪৫ মিনিটে শুরু হবে। পরীক্ষা শেষ হবে বিকাল ৪ টা ৪৫ মিনিটে।

এর আগে, ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলে। এতে প্রায় আট হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ