জাবির প্রথম দিনের ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়াই ২৮০ শিক্ষার্থীর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলছে। প্রথম দিনে ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়ছেন ২৮০ জন শিক্ষার্থী। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। আর বিকেল ৩টা ১৫ মিনিট ৫ম শিফটের পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে আজকের পরীক্ষা শেষ হবে।
ইউনিটভিত্তিক আবেদন বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি আবেদন পড়েছে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। ৩১০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৬ হাজার ৭৮৮টি। প্রতিটি আসনের জন্য ২৮০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে। গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত এই ইউনিটে ৪২৬ আসনের বিপরীতে লড়াই করবেন ৭৩ হাজার ১৬৯ শিক্ষার্থী।
এ ছাড়াও কলা ও মানবিকী অনুষদ ও আইন অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটে ৪৩৮টি আসনের বিপরীতে লড়বেন ৫৩ হাজার ৪০১ শিক্ষার্থী। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৭৭৪টি।
‘সি১’ ইউনিটে (নাট্যতত্ত্ব ও চারুকলা) ৬৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৫০৭টি। ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ১৫ হাজার ১৮৩টি। ‘আইবিএ-জেইউ’এ ৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৬৮৮টি।
আরো পড়ুন: জবিতে ভর্তি: ছবি ও স্বাক্ষর জটিলতায় প্রবেশপত্র না পেলে যা করতে হবে
বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, আমরা এখনো কোন অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। ১৫ মিনিট পরে এলে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশের অনুমতি না থাকলেও অতিরিক্ত যানজট বিবেচনা করে প্রথম শিফটে ৩০ মিনিট পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা বলেন, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং সকলেই দায়িত্বশীল হিসেবে ভূমিকা পালন করছে। একইসঙ্গে পরীক্ষায় উপস্থিতির হারও সন্তোষজনক।
তিনি আরো বলেন, ক্যাম্পাসের অভ্যন্তরে খণ্ডকালীন দোকান বা আনুষঙ্গিক বিক্রি বন্ধ হওয়ায় আইনশৃঙ্খলা বজায় রাখা সম্ভব হচ্ছে। তাছাড়া মাত্র প্রথম শিফটের সম্পন্ন হয়েছে।