ঢাবির তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফল কীভাবে, যা জানা যাচ্ছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রথমবর্ষ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৫ জানুয়ারি)। এ ছাড়া ফেব্রুয়ারিতে ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এ তিন ইউনিটের ফলাফল একসঙ্গে নাকি আলাদা হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ভর্তি কমিটি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান রবিবার (২৬ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফলাফল প্রকাশ কীভাবে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে তিনটির একসঙ্গে হতে পারে। আবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হয়ে যাওয়ায় এর ফল আলাদাভাবে দিয়ে বাকি দু’টির হতে পারে একসঙ্গে।
আরো পড়ুন: ইজতেমার কারণে পেছানো ঢাবির ভর্তি পরীক্ষা ফের একই দিনে, যা বলছে কর্তৃপক্ষ
কারণ হিসেবে তিনি বলেন, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মধ্যে মাত্র ৭ দিনের জ্ঞাপ রয়েছে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সঙ্গে জ্ঞাপ অনেক। সেক্ষেত্রে দু’টি একসঙ্গে এবং একটির আলাদাভাবে ফলাফল প্রকাশ হতে পারে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।