মেডিকেল ভর্তি: কোটার প্রমাণসহ হাজির হননি ৫ শিক্ষার্থী, ফের ডাকল অধিদপ্তর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৩৬ AM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৩:০৩ AM

২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পার্বত্য অঞ্চল ব্যতিত অন্য জেলার উপজাতীয় প্রার্থীদের কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণকসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে হাজির হওয়ার জন্য অনুরোধ করলেও উপস্থিত হননি পাঁচ শিক্ষার্থী। তাদের ফের রবিবার (২৬ জানুয়ারি) হাজির হতে বলেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত না হলে তিনি কোটার দাবিদার নন গণ্য হবেন বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল গত ১৯ জানুয়ারি প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালার ৯.৩ নম্বর অনুচ্ছেদে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর কোটার আসনে নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটি কর্তৃক যাচাই বাছাইপূর্বক অনুমোদনক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে উল্লেখ রয়েছে।
আরো পড়ুন: বেসরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ফি ৩০০ টাকা
এর পরিপ্রেক্ষিতে ২৩ জানুয়ারি পার্বত্য অঞ্চল ব্যতীত অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের (কোড নম্বর ৭৭) কোটার স্বপক্ষে সনদ/প্রমাণকসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে (মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের ২য় তলায়) উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছিল। তবে পাঁচ শিক্ষার্থী তাদের জন্য নির্ধারিত তারিখে তথ্য যাচাইয়ের জন্য উপস্থিত হননি।
এ অবস্থায় উল্লিখিত শিক্ষার্থীদের আগামী ২৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণকসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে মহাখালী, ঢাকায় (স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবন, ২য় তলায়) উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। কোনো পরীক্ষার্থী নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত না হলে তিনি কোটার দাবিদার নন বলে গণ্য হবেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।