ঢাবি ভর্তি প্রস্তুতি | গ বিভাগ | ২০১৯-২০ সালের প্রশ্ন থেকে
ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে সাধারণ ঢাবি গ ইউনিটের ২০১৯-২০ সালের সমাধানসহ প্রশ্ন।
বাংলা
01. 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'-এ বাক্যের অন্তর্গত 'স্বাধীনতার' শব্দটি কোন করকে কোন বিভক্তি?
A. করণে ষষ্ঠী
B. অপাদানে ষষ্ঠী
C. নিমিত্তার্থে ষষ্ঠী
D. অধিকরণে ষষ্ঠী
02. 'ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্রই সৃষ্টি করে।' শূন্যস্থানে বসবে যে শব্দ-
A. ল্যুভ
B. ভের্সাই
C. হার্মিটেজ
D. বুর্জোয়া বিপ্লব
03. নিচের কোন শব্দগুচ্ছ সমার্থক?
A. নিলয়, নিকেতন, গৃহ, খগ
B. ছবি, আলেখ্য, তসবির, নকশা
C. সুধাকর, রাকেশ, অভ্র, সোম
D. বহ্নি, পাবক, শর্বর, তমিস্রা
04. রাবণের মায়ের নাম কী?
A. সরমা
B. বাসন্তী
C. কৈকেয়ী
D. নিকষা
05. 'ঝোলের লাউ অম্বলের কদু' বাগধারার অর্থ কী?
A. জীর্ণশীর্ণ লোক
B. মিশিয়ে ফেলা
C. সব পক্ষের মন জুগিয়ে চলা
D. পুথিগত বিদ্যাসার
06. অর্থগত দিক থেকে 'হরিণ' কোন শ্রেণির শব্দ?
A. মৌলিক
B. যৌগিক
C. রূঢ়ি
D. যোগরূঢ়
07. নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধিবদ্ধ হয়েছে কোনটি? 1
A. মৃন্ময়
B. বৃহস্পতি
C. বৃহদর্থ
D. আদ্যন্ত
08. নিচের কোন ধ্বনি বাংলায় নেই?
A. ওষ্ঠ্য
B. দন্তৌষ্ঠ্য
C. তালব্য
D. মূর্ধন্য
09. 'জাদু' শব্দ বাংলায় এসেছে যে ভাষা থেকে-
A. ফারসি
B. ফরাসি
C. আরবি
D. হিন্দি
10. কোন সমাসের পূর্বপদ উপসর্গ কিংবা অব্যয় যোগে এবং উত্তরপদ বিশেষ্য দ্বারা গঠিত হয়?
A. কর্মধারয় সমাস
B. অব্যয়ীভাব সমাস
C. তৎপুরুষ সমাস
D. দ্বন্দ্ব সমাস
11. প্রসন্ন চরিত্রটি কোন রচনায় রয়েছে?
A. অপরিচিতা
B. বিড়াল
C. আহ্বান
D. মাসি-পিসি
12. 'রংপুরে নূরলদীন একদিন ডাক দিয়েছিল-
A. ১৯০৫ সালে।'
B. ১১৮৯ সনে।'
C. ১৭৫৭ সনে।'
D. ১৯৪৭ সালে।'
Answer: 1.C 2.A 3. B 4.D 5. C 6.C 7. B 8.B 9.A 10.B 11.B 12.B
English
Fill in the blanks with appropriate words (Questions 13-15)
13. The tall gentleman ------- by the door is the bank manager.
A. who standing
B. is standing
C. stands
D. standing
14. I am looking forward to ------- you.
A. seeing
B. see
C. saw
D. sees
15. Even as a child, sleep ------- Sumana.
A. liked
B. eluded
C. disturbed
D. loved
Fill in the blanks with appropriate prepositions (Questions 16-17)
16. The building is made ------- bricks.
A. with
B. of
C. on
D. from
17. The Bullet Train travels ------- 200 miles an hour.
A. for B. in C. at D. off
18. Choose the correct sentence:
A. Who belongs to the book?
B. Whom does the book belong?
C. To who the book belongs?
D. Who does the book belong to?
19. Which is a synonym of the word Incredible?
A. Impervious
B. Probable
C. Unspectacular
D. Inconceivable
20. Choose the closest opposite meaning: She is indeed human
A. universal
B. devilish
C. divine
D. terrestrial
21. Find the misspelt word:
A. Percieve
B. Receive
C. Belief
D. Conceive
22. The word 'Paradigm' means:
A. Proof
B. Parallel
C. Advice
D. Example
23. Salman is one of the richest persons in the town. What does the sentence imply?
A. No other man is as rich as Salman in this town.
B. No one in this town is rich.
C. Very few persons in the town are as rich as Salman.
D. Salman is very rich but others are also rich.
24. The expression 'distinctive qualities' means those qualities of a person which.
A. are the same as those of others.
B. make him/ her different from others.
C. emphasise honesty in him/ her.
D. depend on his/ her instincts.
Answer: 13.D 14.A 15. B 16.B 17. C 18.D 19. D 20.C 21.A 22.D 23.C 24.B
হিসাববিজ্ঞান
25. নিচের কোন হিসাবটি হিসাব বছর শেষে বন্ধ করে দেয়া হয়? (Which of the following accounts is closed at the end of an accounting period?)
A. Capital (মূলধন)
B. Unearned revenue (অনুপার্জিত আয়)
C. Prepaid insurance (অগ্রিম বিমা)
D. Drawings (উত্তোলন)
26. বিপরীত সম্পত্তি কী ধরনের জের প্রকাশ করে? (What type of balance does a contra asset account show?)
A. ডেবিট (Debit)
B. ক্রেডিট (Credit)
C. শূন্য (Zero)
D. ডেবিট এবং ক্রেডিট দুটোই (Debit and Credit both)
27. একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারে? (How many types of balances can an account show?)
A. ডেবিট জের (Debit Balance)
B. ক্রেডিট জের (Credit Balance)
C. ডেবিট এবং ক্রেডিট জের দুটোই (Both Debit and Credit Balances)
D. ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের (Debit, Credit and Zero Balances)
28. নিচের কোন সমীকরণটি সঠিক নয়? (Which of the following equation is not correct?)
A. A=L+O/E
B. A-L=O/E
C. A=O/E
D. A+O/E-L
29. প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ ও বিক্রয়কৃত পণ্যের ব্যয় যথাক্রমে ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা ও ৭০,০০০ টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? (How much is the cost of goods available for sale if the beginning stock, closing stock and the cost of goods sold are Tk. 20,000, Tk. 30,000 and Tk. 70,000 respectively?)
A. ৫০,০০০ টাকা (Tk. 50,000)
B. ৯০,০০০ টাকা (Tk. 90,000)
C. ১০০,০০০ টাকা (Tk. 100,000)
D. ৮০,০০০ টাকা (Tk. 80,000)
30. নিচের কোনটি মুনাফাজাতীয় ব্যয়? (Which of the following is revenue expenditure?)
A. মেশিনের ক্রয়মূল্য (Purchase price of machinery)
B. মেশিনের বিমা খরচ (Insurance cost of machinery)
C. মেশিনের আমদানি শুল্ক (Import duty of machinery)
D. মেশিনের সংস্থাপন ব্যয় (Installation costs of machinery)
31. উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হয়। (Balance Sheet is prepared ------.)
A. একটি নির্দিষ্ট তারিখে (on a specific date)
B. সমাপ্ত বছরের জন্য (for the year end)
C. একটি হিসাব বছরের জন্য (for one accounting year)
D. একটি আর্থিক বছরের জন্য (for one financial year)
32. মূল্যস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি অধিক কার্যকর? (During inflation, which inventory costing system is more important?)
A. FIFO
B. LIFO
C. HIFO
D. Average Cost
33. দুইজন অংশীদারের মুনাফা বন্টন অনুপাত ২:১। তৃতীয়জনকে ১/৫ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে তারা ব্যবসায়ের নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে মুনাফা বণ্টনের নতুন অনুপাত কত? (The profit sharing ratio of two partners is 2:1. What is the new profit sharing ration of partnership business if they accept another partner with an agreed profit sharing ration of 1/5 of total business profit?)
A. ২:১:৫ (2:1:5)
B. ২:১:১ (2:1:1)
C. ৮:৪:৩ (৪:4:3)
D. ৪:২:৫ (4:2:5)
34. অবচয়ের কোন পদ্ধতি প্রথম বছরের অবচয় সবচেয়ে কম দেখাবে? (Which depreciation method shows the lowest amount of depreciation in the first year?)
A. সরলরৈখিক পদ্ধতি (Straight line method)
B. ক্রমহ্রাসমান পদ্ধতি (Declining balance method)
C. বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি (Sum of the years digit method)
D. উৎপাদন একক (Units of production)
35. পাওনাদারকে দেয়া ৩৫২০ টাকার চেক ভুলে নগদ বইতে ৩২৫০ টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে? (A creditor was paid in cheque Tk. 3520 which was wrongly recorded in the cash book as Tk. 3250. How will this error be adjusted in bank reconciliation statement?)
A. নগদ বইয়ের সাথে যোগ হবে ২৭০ টাকা (Added with cash book Tk. 270)
B. ব্যাংক বিবরণীর সাথে যোগ হবে ২৭০ টাকা (Added with bank statement Tk. 270)
C. নগদ বই থেকে বিয়োগ হবে ২৭০ টাকা (Subtracted from cash book Tk. 270)
D. ব্যাংক বিবরণী থেকে বিয়োগ হবে ২৭০ টাকা (Subtracted from bank staement Tk. 270)
36 . নিচের কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? (Which one of the following is not a component of the financial statements?)
A. আর্থিক অবস্থার বিবরণী (Statement of Financial Position)
B. মূল্য সংযোজন বিবরণী (Value added Statement)
C. নগদ প্রবাহ বিবরণী (Cash flow Statement)
D. কম্প্রিহেনসিভ আয় বিবরণী (Statement of Comprehensive Income)
Answer : 25.D 26.B 27. D 28.D 29. C 30.B 31. A 32.B 33.C 34.A 35.C 36.B
ব্যবসায় নীতি ও প্রয়োগ
37. ফ্যাংক গিলব্রেথের নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়? (For which work Frank Gilbreth's name is most noted for?)
A. সময় ও গতি নিরীক্ষা (Time and motion study)
B. কার্য পরিবেশ (Working condition)
C. কার্য মনোবিজ্ঞান (Work psychology)
D. সামাজিক বিন্যাস হিসেবে কাজ (Work as a social setting)
38. সমবায় সমিতি গঠনে কমপক্ষে কতজন সদস্য প্রয়োজন? (What is the minimum number needed to form cooperative society?)
A. ৮ জন (8)
B. ৯ জন (9)
C. ১০ জন (10)
D. ১১ জন (11)
39. নিয়ন্ত্রণের ভিত্তি কী? (What is the base of controlling?)
A. সংগঠন (Organization)
B. পরিকল্পনা (Planning)
C. কর্মীসংস্থান (Staffing)
D. প্রেষণা (Motivation)
40. সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ের কোন কার্যাবলির অন্তর্গত? (Which of the following functions of business include collection of resources and processing?)
A. উৎপাদন (Production)
B. পরিবহণ (Transportation)
C. গুদামজাতকরণ (Warehousing)
D. পর্যায়িতকরণ (Grading)
41. কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে? (Who is the founder of functional organization?)
A. হেনরি ফেয়ল (Henri Fayol)
B. এফ.ডব্লিউ.টেলর (F. W. Taylor)
C. হেনরি এল. গ্যান্ট (Henry L. Gantt)
D. মেরি পার্কার ফলেট (Mary Parker Follet)
42. আধুনিক সংগঠন কাঠামো কোনাট? (Which one is the modern organization structure?)
A. সরলরৈখিক (Line)
B. পদস্থ কর্মী (Staff)
C. কার্যভিত্তিক (Functional)
D. মেট্রিক্স (Matrix)
43. একমালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি? (Which one is the main disadvantage of sole proprietorship business?)
A. সীমিত মূলধন (Limited capital)
B. সীমিত আয়তন (Limited area)
C. অসীম দায় (Unlimited liability)
D. কৃত্রিম সত্তাহীনতা (Lack of artificial entity)
44. অংশীদারী ব্যবসায়ের মূল ভিত্তি কোনটি? (Which one is the foundation of Partnership Business?)
A. মালিকানা (Ownership)
B. চুক্তি (Contract)
C. মূলধন (Capital)
D. মুনাফা (Profit)
45. মাসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী 'কার্যক্ষেত্রে বন্ধুত্ব' কোন ধরনের চাহিদা? (According to Maslow's need hierarchy theory, what type of need is the 'friendship in work-field'?)
A. জৈবিক (Physiological)
B. নিরাপত্তা (Security)
C. সামাজিক (Social)
D. আত্মবিকাশ (Self actualization)
46. পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বলে। (Numerical expression of plan is called ----.)
A. নীতি (Policy)
B. লক্ষ্য (Goal)
C. বাজেট (Budget)
D. কৌশল (Strategy)
47. কোম্পানির অস্তিত্ব কোন ধরনের? (Which one is the entity of company?)
A. স্বল্পকালীন (Short term)
B. চিরস্থায়ী (Perpetual)
C. নির্দিষ্ট (Certain)
D. দীর্ঘস্থায়ী (Long term)
48. ------ হচ্ছে মুখ্য কর্তার উদাহরণ। [A (n) উদাহরণ এবং হচ্ছে প্রতিনিধির would be an example of a principal, while a (n) ----- would be an example of an agent.]
A. হিসাবরক্ষক; শেয়ারহোল্ডার (Accountant; Shareholder)
B. বন্ডহোল্ডার; হিসাবরক্ষক (Bondholder; Accountant)
C. শেয়ারহোল্ডার; ব্যবস্থাপক (Shareholder; Manager)
D. ব্যবস্থাপক; শেয়ারহোল্ডার (Manager; Bondholder)
Answer: 37.A 38.C 39. В 40.А 41. В 42.D 43. C 44.B 45.C 46.C 47.B 48.C
মার্কেটিং (Marketing)
49. নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের স্বীকৃত ভিত্তি নয়? (Which of the following is not a recognized base for segmenting consumer markets?)
A. জনসংখ্যাগত (Demographic)
B. ভৌগোলিক (Geographic)
C. প্রতিযোগিতামূলক অবস্থান (Competitive position)
D. মনস্তাত্ত্বিক (Psychographic)
50. নিচের কোনটি মার্কেটিং প্রমোশনের উপাদান হিসেবে বিবেচিত? (Which of the following is considered to be an element of marketing promotion?)
A. সেবাসমূহ (Services)
B. অবস্থান (Location)
C. গণসংযোগ (Public Relations)
D. ব্র্যান্ডিং (Branding)
51. চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছায় কে? (Who supplies the product to the final consumer?)
A. কোম্পানি (Company)
B. সরবারহকারী (Supplier)
C. প্রতিযোগী (Competitor)
D. মধ্যস্থব্যবসায়ী (Middleman)
52. বাজারজাতকরণ মিশ্রণের প্রধান উপাদান কয়াট? (How many are the main elements of marketing mix?)
A. দুইটি (Two)
B. তিনটি (Three)
C. চারটি (Four)
D. সাতটি (Seven)
53. নিচের কোনটি ভোগ্য পণ্য? (Which of the following is a consumer product?)
A. কাঁচামাল (Raw materials)
B. জেনারেটর (Generator)
C. যন্ত্রপাতি (Machinery)
D. টেলিভিশন (Television)
54. অর্থের বিনিময়ে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক পণ্য, সেবা ও ধারণার নৈর্ব্যক্তিক উপস্থাপনকে বলা হয়। (A paid form of nonpersonal presentation of goods, services and ideas by an indentified sponsor is called -----.)
A. প্রচার (Publicity)
B. ব্যক্তিক বিক্রয় (Personal selling)
C. বিজ্ঞাপন (Advertising)
D. বিক্রয় প্রসার (Sales promotion)
55. নিচের কোনটি একটি কোম্পানির বহিস্থ সবুজায়ন কার্যাবলির অন্তর্ভুক্ত? (Which of the following includes in external greening activities of a company?)
A. দূষণ রোধ (Pollution prevention)
B. মুনাফা অর্জন (Earning profit)
C. পণ্য ডিজাইন (Product Design)
D. রণকৌশল তৈরি (Preparing strategy)
56. পণ্যের জীবন চক্রের কোন স্তরে কোম্পানি পণ্যের বৈশিষ্ট্য পরিবর্তন করার চেষ্টা করে? (In which of the following stage of the product life cycle, the company tries to modify the characteristics of the product?)
A. সূচনা স্তর (Introduction stage)
B. প্রবৃদ্ধির স্তর (Growth stage)
C. পূর্ণতা স্তর (Maturity stage)
D. পতন স্তর (Decline stage)
57. নিচের কোনটি মূল্য নির্ধারণ সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী বাহ্যিক বিবেচ্য উপাদান? (Which of the following is an external consideration affecting price decision?)
A. বাজারজাতকরণ মিশ্রণ (Marketing Mix)
B. সার্বিক বাজারজাতকরণ রণকৌশল (Overall Marketing Strategy)
C. উদ্দেশ্যাবলি (Objectives)
D. বাজার প্রকৃতি এবং চাহিদা (Nature of the Market and Demand)
58. নিচের কোনটি নতুন পণ্য প্রস্তুত উন্নয়ন প্রক্রিয়ার শেষ ধাপ? (Which of the following is the last step of new product development process?)
A. বাণিজ্যিকীকরণ (Commercialization)
B. ব্যবসা বিশ্লেষণ (Business Analysis)
C. পণ্য তৈরি (Product Development)
D. বাজারজাতকরণ রণকৌশল প্রস্তুত (Marketing Strategy Development)
59. বাংলাদেশে নিচের কোনটি সুপার মার্কেট-এর উদাহরণ? (Which one of the following is an example of supermarket in Bangladesh?)
A. আগোরা (Agora)
B. মোস্তফা মার্ট (Mustafa Mart)
C. আড়ং (Aarong)
D. রকমারি ডট কম (Rokomary dot com)
60. শক্তিশালী ব্র্যান্ড পছন্দ এবং ভোক্তার আনুগত্য নিচের কোন পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য? (In which of the following products strong brand preference and consumer loyalty are applicable?)
A. সুবিধা পণ্য (Convenience product)
B. শপিং পণ্য (Shopping product)
C. বিশিষ্ট পণ্য (Specialty product)
D. অযাচিত পণ্য (Unsought product)
Answer: 49.C 50.C 51. D 52.C 53. D 54.C 55. A 56.C 57.D 58.A 59.A 60.C
ফিন্যান্স এন্ড ব্যাংকিং (Finance and Banking)
61. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? (Which one is NOT the function of a central bank?)
A. মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন। (Formulate and implement monetary policy)
B. বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন। (Formulate and implement intervention policy in the foreign exchange market)
C. সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ও ব্যবস্থাপনা। (Hold and manage the official foreign exchange reserve.)
D. তালিকাবদ্ধ কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ ও তদারকি। (Regulate and supervise listed companies.)
62. বাজার নির্ধারিত সুদের হার ও বন্ডের মূল্যের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? (What is the relationship between market interest rate and bond value?)
A. সমানুপাতিক (Proportional)
B. নিরপেক্ষ (Neutral)
C. ঋণাত্মক (Negative)
D. ধনাত্মক (Positive)
63. মূলধন বাজেটিং-এর পদ্ধতিসমূহের মধ্যে নিচের কোনটিতে প্রকল্পের অর্থ সময়মূল্য ও নগদ প্রবাহের বিষয়টি বিবেচনা করে না? (Which one of the following methods of capital budgeting does not consider the time value of money and the cash flow aspects of a project?)
A. পে-ব্যাক সময় (Pay-back Period)
B. নিট বর্তমান মূল্য (Net Present Value)
C. আন্তঃআয় হার (Internal Rate of Return)
D. গড় মুনাফা হার (Average Rate of Return)
64. নিচের কোনটি চলতি মূলধনের উপাদান? (Which of the 64 following is a component of working capital?)
A. বাণিজ্যিক পত্র (Commercial paper)
B. ট্রেজারি বিল (Treasury bill)
C. ডিবেঞ্চার (Debenture)
D. মজুদপণ্য (Inventory)
65. নিচের আর্থিক সম্পদসমূহের মধ্যে কোনটি কম ঝুঁকি থেকে অধিক ঝুঁকির ক্রমধারার তালিকা? (Which of the following sequences lists financial assets from least risky to most risky?)
A. অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, বন্ড (Preferred stock, Common stock, Bonds)
B. বন্ড, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার (Bonds, Common stock, Preferred stock)
C. সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড (Common stock, Preferred stock, Bonds)
D. বন্ড, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার (Bonds, Preferred stock, Common stock)
66. নৌ-বিমা সর্বপ্রথম চালু হয় কোন দেশে? (Which country was the first to introduce Marine Insurance?)
A. গ্রিস (Greece)
B. ইংল্যান্ড (England)
C. ইতালি (Italy)
D. ফ্রান্স (France)
67. নিচের কোনটি ব্যবসায়ের অভ্যন্তরীণ মূলধন নয়? (Which one of the following is NOT internal capital of a business?)
A. প্রদেয় কর (Taxes Payable)
B. বকেয়া দায়সমূহ (Accruals)
C. অগ্রাধিকার শেয়ার (Preference share)
D. সংরক্ষিত মুনাফা (Retained earnings)
68. নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়নের খরচ সর্বনিম্ন হবে? (Which of the following sources bear the lowest financing cost?)
A. অগ্রাধিকার শেয়ার (Preference share)
B. বন্ড (Bond)
C. সংরক্ষিত মুনাফা (Retained earnings)
D. সাধারণ শেয়ার (Common share)
69. নিচের কোনটি জীবন-বিমার ক্ষেত্রে প্রযোজ্য নয়? (Which of the following is not applicable to Life Insurance?)
A. ক্ষতিপূরণের চুক্তি (Contract of Indemnity)
B. সমর্পণ মূল্য (Surrender Value)
C. বিমাযোগ্য স্বার্থ (Insurable Interest)
D. চূড়ান্ত সদ্বিশ্বাস (Utmost good faith)
70. বিনিময় বিলের প্রস্ততকারী কে? (Who is the maker of bill of exchange?)
A. ধারক (Holder)
B. আদেষ্টা (Drawer)
C. আদিষ্ট (Drawee)
D. প্রাপক (Payee)
71. কোন ধরনের চেক হস্তান্তরে অনুমোদনের প্রয়োজন নেই? (Which cheque doesn't require any endorsement for negotiation?)
A. বাহক চেক (Bearer cheque)
B. দাগ কাটা চেক (Crossed cheque)
C. ভ্রমণকারীর চেক (Traveler's cheque)
D. হুকুম চেক (Order cheque)
72. আধুনিক অগ্নি-বিমার জনক কে? (Who is the father of modern fire insurance?)
A. নিকোলাস বারবন (Nicholas Barbon)
B. ইউজিন ফামা (Eugene Fama)
C. উইলিয়াম ক্যারি (William Carry)
D. ফিসার ব্ল্যাক (Fischer Black)
Answer: 61.D 62.C 63. D 64.D 65. D 66.C 67. A 68.B 69.A 70.B 71.A 72.A