ঢাবি ভর্তি প্রস্তুতি | ‘ঘ’ ইউনিট | ২০১৫-২০১৬ সালের প্রশ্ন থেকে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ PM , আপডেট: ০৪ মে ২০২৫, ০২:৩৮ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ঢাবির ‘ঘ’ ইউনিটের ২০১৫-২০১৬ সালের সমাধানসহ প্রশ্ন।
বাংলা
01. 'জ্ঞানপাপী' বলে তাকে-
A. জ্ঞানের বড়াই করে যে C. অনেক জ্ঞান আছে যার
B. সজ্ঞানে অন্যায় করে যে D. বাস্তবে জ্ঞানের প্রয়োগ করে না যে
02. উপমান শব্দের অর্থ-
A. তুলনা B. তুলনীয় বস্তু C. সাদৃশ্য D. প্রত্যক্ষ বস্তু
03. "One man's meat is another man's poison"-এর সঠিক অর্থ-
A. কাক কাকের মাংস খায় না C. পরের কষ্টে খুশিতে কাল বাজানো
B. কারও সর্বনাশ, কারও পৌষ মাস D. শত্রুর শেষ রাখতে নেই
04. Cosmic-এর পরিভাষা-
A. প্রসাধনী B. সৃষ্টি
C. প্রলয় D. মহাজাগতিক
05. কোন বাক্যে সমধাতুজ ক্রিয়া রয়েছে-
A. সে হাসিয়া উঠিল B. সে হাতিসেছিল
C. তার হাসিতে বিস্ময় ছিল D. সে বিস্ময়ের হাসি হাসিল
06. "কলিমদ্দি দফাদার" গল্পের ঘটনাকাল ১৯৭১ সালের-
A. অগ্রহায়ণ মাসের তৃতীয় বুধবার
B. ভাদ্র মাসের শেষে দিকের কোনো বুধবার
C. শ্রাবণ মাসের শেষের বৃহস্পতিবার
D. আষাঢ় মাসের প্রথম বৃহস্পতিবার
07. 'পশু + অধম' এর সন্ধিসাধিত রূপ কোনটি?
A. পশ্বধম B. পশ্যাধম C. পদ্মাধম D. পশ্যূধম
08. 'এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে'- এখানে 'বিষাদে' কোন কারকে কোন বিভক্তি?
A. করণে ৭মী B. অপাদানে ৭মী C. অধিকরণে ৭মী D. কর্মে ৭মী
09. যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কী বলে?
A. প্রোষিতভর্তৃকা B. প্রবাসিনী
C. প্রোষিতপত্নীক D. প্রোষিতা
10 . 'দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে বললাম জিজ্ঞাসু অতিথিকে'-চরণদ্বয়ে বিশেষণ রয়েছে:
A. একটি B. দুইটি C. তিনটি D. চারটি
11. "একুশের গল্প"-এর তপুরা কোথায় কোথায় বেড়াতে যেত?
A. বুড়িগঙ্গা, রমনা, ইস্কাটন B. আজিমপুর, নিউমার্কেট, ইস্কাটন
C. ইস্কাটন, আজিমপুর, বুড়িগঙ্গা D. ইস্কাটন, নিউমার্কেট, বুড়িগঙ্গা
12. সৈয়দ ওয়ালীউল্লাহর "একটি তুলসী গাছের কাহিনী" ছোটগল্পে গোপনে তুলসী গাছের পরিচর্যা করেছে কে?
A. মকসুদ B. এনায়েত C. আমজাদ D. ইউনুস
13 . ধ্বন্যাত্মক অব্যয় নয় কোনটি?
A. তির তির B. শির, শির C. মড় মড় D. ধড়ফড়
14. 'অলখের পাথার বাহিয়া/তরী তার এসেছে কি'?-কার তরী?
A. গ্রীষ্মের B. বসন্তের C. বর্ষার D. শীতের
15. "অর্ধাঙ্গী" প্রবন্ধে উল্লেখ আছে: কোন দেশের মেয়েরা ছাতা ব্যবহারের অধিকারী ছিল না?
A. ইরান B. পাকিস্তান C. ভারত D. ইরাক
16. বাঘ-ময়ূর-সিংহ ও সাপের উল্লেখ রয়েছে কোন কবিতায়?
A. কবর B. বাংলাদেশ C. জীবন-বন্দনা D. পাঞ্জেরী
17 . 'হা-ঘরে' কোন সমাস?
A. দ্বন্দ্ব B. তৎপুরুষ C. বহুব্রীহি D. দ্বিগু
18. A. তাড়াতাড়ি B. তাৎক্ষণিক 'তুরা'-এর বিপরীত শব্দ-
A. তাড়াতাড়ি B. তাৎক্ষণিক
C. অপেক্ষা D. বিলম্ব
19. 'কী অকলঙ্ক শুভ্র সে, কী নিবিড় পবিত্র!'-কে, কার প্রসঙ্গে এ কথা বলেছেন?
A. অপু, হৈমন্তী প্রসঙ্গে C. প্রাবন্ধিক, নারীজাতি প্রসঙ্গে
B. ন্যাড়া, বিলাসী প্রসঙ্গে D. রেণু, তপু প্রসঙ্গে
20. "সোনার তরী" কবিতাভুক্ত 'ওরা পালে চলে যায়'-এই চরণের পরের চরণ কোনটি?
A. ঢেউগুলি নিরুপায় B. গান গেয়ে তরী বায়
C. যারে খুশি তারে দেয় D. কোনো দিকে নাহি চায়
21. 'বালতি' কোন ভাষার শব্দ-
A. পর্তুগিজ B. সংস্কৃত C. দেশি D. ফারসি
22. 'কাল ছিলে কোথা?'-আদালতে উকিলের এ প্রশ্নের উত্তরে কমলাকান্ত বলেছে-
A. মোকামে B. বাটীতে C. একখানা দোকানে D. পর্যটনে
23. দ্রাখখমে>দ্রম্য>দাম শব্দটির বিবর্তন হলো যেভাবে-
A. প্রাচীন পারসিক থেকে বাংলা
B. প্রাচীন দ্রাবিড় থেকে বাংলা
C. প্রাচীন গ্রিক থেকে বাংলা
D. প্রাচীন অস্ট্রিক থেকে বাংলা
24. ভুল বানান কোনটি?
A. যান্য B. শিহরন C. সমীচিন D. জিগীষা
25. শুদ্ধ বানানে সংকলিত গুচ্ছ কোনটি?
A. মধ্যায়, বক্ষমাণ, মহত্ব
B. উচ্ছল, স্বায়ত্তশাসন, প্রজ্বলিত
C. প্রোজ্জ্বল, পরাস্থ, সন্ত্রিক
D. পরিবহন, পক্ক, ভস্ম
Answer Kevs: 1.B 2.B 3.B 4.D 5.D 6.B 7.A 8.A 9.C 10.C 11.C 12.D 13.D 14.B 15.A 16.C 17.C 18.D 19.A 20.D 21.A 22.C 23.C 24.C 25.B
ইংরেজি
Read the following passage and answer questions (1-5):
Use of electronic mail (e-mail) has been widespread formore than a decade and a half. E-mail simplifies the flow of ideas, connects people from distant offices, eliminates the need for meetings, and often boosts productivity. However, e-mail should be carefully managed to avoid unclear and inappropriate communication. E-mail messages should be concise and limited to one topic. When complex issues need to be addressed, phone calls are still the best.
01. Which of the following would be the most appropriate title for the passage?
A. E-Mail‟s Popularity
B. Appropriate Use of E-Mail
C. E-Mail: The Ideal Form of Communication
D. Why Phone Calls Are Better Than E-Mail
02. The main idea of the paragraph is that e-mail
A. causes people to be unproductive when it is used incorrectly
B. has changed considerably since it first began a decade and a half ago
C. is not always the easiest way to connect people from distant offices
D. is effective for certain kinds of messages but only if managed wisely
03. The word ‘eliminate‘ means
A. establish B. initiate C. remove D. set up
04. The word ‘productivity‘ is a/an
A. adjective B. adverb C. verb D. noun
05. The passage suggests that e-mail messages should be
A. unclear B. clear-cut
C. detailed D. frequent
Choose the correct preposition (6-7):
06. He felt bad -------- no reason at all.
A. of B. on C. in D. for
07. The train to Rajdhani departed -------- the platform.
A. from B. at C. with D. on
08. The synonym of the word ‘tumult‘ is
A. commotion B. composure
C. calm D. tranquility
09. The antonym of the word ‘sombre’ is
A. sleepy B. bright C. drab D. dismal
Choose the word that is closest in meaning to the word in italics (10-12)
10. Bangladesh has made considerable progress in the last few decades.
A. trivial B. amazing
C. absolute D. significant
11. The Taka has dropped by three poisha against the dollar after being steady against the greenback for more than eight months.
A. strong B. stable C. fixed D. certain
12. We have been able to disburse over 20 percent funds allocated against the World Bank endorsed project.
A. distribute B. procure
C. spend properly D. collect
Choose the best option (13-15):
13. You can -------- Zaman to get the job done.
A. call off B. hold on C. give in D. count on
14. Come --------, she will not change her mind.
A. whatever B. what may C. which may D. off it
15. If I thought I could -------- it, I wouldn‘t pay my taxes at all.
A. get away with B. put up with
C. do away with D. grow out of it
Choose the correct pronouns (16-17):
16. Leap years, -------- have 366 days, contain an extra day in February.
A. that B. when C. where D. which
17. Nazrul, -------- is our national poet, was also a soldier.
A. whom B. who C. he D. what
Choose the Verb that agrees with the subject (18-19):
18. He -------- the ball so hard that it flew over the tree.
A. hitted B. hitting C. hit D. hits
19. Each member of the large family -------- his own set of priorities.
A. has B. is C. have D. are
Complete the statements with appropriate choices (20-22):
20. A local company has agreed to -------- the school team with football shirts.
A. contribute B. give C. supply D. produce
21. I really enjoy stories that are -------- in the distant future.
A. set B. found C. put D. positioned
22. I think I‘ve made our position very --------.
A. clarified B. clear C. clearly D. cleared
Which of the following sentences is correct (23-24):
23. A. Do you know who the house belong to?
B. Do you know whom does the house belong to?
C. Do you know to whom the house belongs to?
D. Do you know who the house belongs to?
24. A. It was an error of judgment.
B. It was a mistake of judgment.
C. It was a wrong of judgment.
D. It was a gaffe of judgment.
25. Choose the incorrectly spelled word
A. conscientious B. preseverence
C. committee D. connoisseur
Answer Keys: 1.B 2.C 3.C 4.D 5.B 6.D 7.A 8.A 9.B 10.D 11.B 12.C 13.D 14.D 15.A 16.D 17.B 18.C 19.A 20.C 21.A 22.B 23.C 24.A 25.B
সাধারণ জ্ঞান
01. ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কী? (What is the name of the liberation war museum located in Dhaka Cantonment?)
A. বিজয়'৭১ (Bijoy 71) C. বিজয় কেতন (Bijoy Keton)
B. উল্লাস (Ullash) D. ঐতিহ্য (Oitijya)
02. বাংলাদেশ যে আন্তর্জাতিক সংস্থার সদস্য নয় (The International organization of which Bangladesh is not a member is)
A. সার্ক (SAARC) B. আসিয়ান (ASEAN)
C. ন্যাম (NAM) D. ডি-৮ (D-8)
03. ফেইসবুক-এর সহ-প্রতিষ্ঠাতা কোন বাংলাদেশী? (Which Bangladeshi is the co-founder of Facebook?)
A. অমিত চাকমা (Amit Chakma)
B. জিয়া হায়দার রহমান (Zia Haider Rahman)
C. সালমান খান (Salman Khan)
D. জাওয়েদ করিম (Jawed Karim)
04. নিচের কোন দিনটি বাংলাদেশে 'সংবিধান দিবস' হিসেবে পালিত হয়? (Which day is observed as the 'Constitution Day' in Bangladesh?)
A. ৪ নভেম্বর (4) November) B. ১৬ ডিসেম্বর (16 December)
C. ১৭ এপ্রিল (17 April) D. ১২ অক্টোবর (12 October)
05. যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কী? (What is the present name of the Ministry of Communication?)
A. সেতু মন্ত্রণালয় (The Ministry of Bridges)
B. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (Ministry of Road Transport and Bridges)
C. সেতু-যোগাযোগ মন্ত্রণালয় (Bridge-Communication Ministry)
D. সড়ক পরিবহন মন্ত্রণালয় (Ministry of Road Transport)
06. বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য সংখ্যা কত জন? (How many members of the current cabinet are women?)
A. 4 B.5 C. 6 D. Nil
07. "আমার ভাইয়ের রক্তে রাঙানো" গানটির বর্তমান সুরটির পরিচালক কে? (Who set the song 'amar bhai er rakte rangano' to music in its current form?)
A. আলতাফ মাহমুদ (Altaf Mahmud)
B. আব্দুল লতিফ (Abdul Latif)
C. আব্দুল গাফফার চৌধুরী (Abdul Gaffar Chowdhury)
D. সমর দাস (Samar Das)
08 . বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সর্বাধিক? (Which sector has the highest contribution to the Gross Domestic Product (GDP) of Bangladesh?)
A. কৃষি (Agriculture) B. শিল্প (Industry) C. সেবা (Service) D. পরিবহন (Transport)
09. দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় নির্মিত হবে? (Where will the country's first high-tech park be set up?)
A. বিরিশিরি, নেত্রকোনা (Birishiri, Netrokona)
B. লাউয়াছড়া, মৌলভীবাজার (Launchhora, Moulvibazar)
C. নবীনগর, সাভার (Nabinagar, Savar)
D. কালিয়াকৈর, গাজীপুর (Kaliakoir Gazipur)
10. "দ্য রাইজ অফ ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার" গ্রন্থটি কে লিখেছেন? (Who wrote the book The Rise of Islam and the Bengal Frontier?)
A. ওরিয়ানা ফালাচি (Oriana Fallaci)
B. আর্চার ব্লাড (Archer Blood)
C. রিচার্ড ডকিন্স (Richard Dawkins)
D. রিচার্ড ইটন (Richard Eaton)
11. মানব উন্নয়ন সূচক ২০১৪-এ বাংলাদেশের অবস্থান কত? (What is the rank of Bangladesh in Human Development Index 2014?)
A. 145 B. 142 C.141 D. 140
12. ১৭ এপ্রিল, ১৯৭১ সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? (Who conducted the oath taking ceremony of the Mujibnagar Government on April 17, 1971?)
A. তাজউদ্দীন আহমেদ (Tajuddin Ahmed)
B. মোহাম্মদ ইউসুফ আলী (Mohammed Yusuf Ali)
C. আবদুল মান্নান (Abdul Mannan)
D. সৈয়দ নজরুল ইসলাম (Syed Nazrul Islam)
13. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জনগণের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? (According to the Economic survey of Bangladesh what is the expected average lifespan of its citizens?)
A. 60.5 Β. 70.5 C. 70.7 D. 80
14. ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী প্রথম ছাত্রীর নাম কী? (Who was the first female student to study at the University of Dhaka?)
A. বেগম সুফিয়া কামাল (Begum Sufia Kamal)
B. লীলা নাগ (Lila Nag)
C. প্রীতিলতা ওয়াদ্দেদার (Pritilata Waddedar)
D. জাহানারা ইমাম (Jahanara Imam)
15. আইএসবিএন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় (ISBN is used to identify)
A. সফ্টওয়্যার (Software) B. হার্ডওয়্যার (Hardware)
C. সাময়িকী (Periodicals) D. বই (Books)
16. কান্তজি মন্দির কোন জেলায় অবস্থিত? (In which district is Kantaji Temple situated?)
A. কুমিল্লা (Comilla) B. দিনাজপুর (Dinajpur)
C. জয়পুরহাট (Joypurhat) D. রাঙ্গামাটি (Rangamati)
17. কোনটি বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল? (Which one is the first floating hospital in Bangladesh?)
A. বিএনএস পদ্মা (BNS Padma) B. জীবন তরী (Jibon Tori)
C. হজরত শাহজালাল (Hazrat Shahjalal) D. লাইফবয় (Lifebuoy)
18 . দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনটি কোথায় হবে? (Where will the second submarine cable landing station of the country be?)
A. কুয়াকাটা (Kuakata)
B. কক্সবাজার (Cox's Bazar)
C. সেন্টমার্টিন (Sain Martin)
D. টাঙ্গাইল (Tangail)
19. বিদেশীদের মধ্যে একমাত্র কে বীরপ্রতীক খেতাবে ভূষিত হন? (Who is the only foreigner to be awarded 'Bir Pratik"?)
A. মার্ক টালি (Mark Tully) B. আঁদ্রে মালরো (Andre Malraux)
C. ফাদার রেগান (Father Regan) D. উইলিয়াম উডারল্যান্ড (William Ouderland)
20. দেশের প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে কোন ব্যাংক? (Which bank was the first to launch agent banking in the country?)
A. মার্কেন্টাইল ব্যাংক (Mercantile Bank)
B. ব্যাংক এশিয়া (Bank Asia)
C. ইস্টার্ন ব্যাংক (Eastern Bank)
D. ব্র্যাক ব্যাংক (Brac Bank)
21. বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে? (In which court was the case of the Maritime boundary dispute between Bangladesh and India filed?)
A. জেনেভা সালিশি আদালত (Geneva Arbitration Court)
B. নুরেমবার্গ বিচার আদালত (Nuremberg Trial Court)
C. স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস) ( Permanent Court of Arbitration (Netherlands))
D. হেগ ইন্টারন্যাশনাল আরবিট্রাশন কোর্ট (The Hague International Court of Arbitration)
22. বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়- (VAT was first introduced in Bangladesh in)
A. 1996 Β. 1986 C. 1991 D. 1973
23. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কতজন নারী মুক্তিযোদ্ধা তাদের অনন্য অবদানের জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন? (How many women freedom fighters received the 'Bir Pratik Award for their contribution in the liberation war of Bangladesh?)
A. 5 B. 7 C. 10 D. None of them 2
4. বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর 'জীবনরহস্য' উন্মোচন করেছেন? (Which animal's genome was first sequenced by Bangladeshi scientists?)
A. গরু (Cow) C. ভেড়া (Sheep) B. মহিষ (Buffalo) D. মুরগি (Hen)
25. সম্প্রতি বাংলাদেশে ২০০ বছরের পুরোনো মুদ্রা কোথায় পাওয়া গেছে? (Where in Bangladesh has a 200 year old coin been found recently?)
A. উল্লাপাড়ার কানসোনায় (in Kansona, Ullahpara)
B. আখাউড়ার গঙ্গানগর গ্রামে (in Ganganagar village of Akhaura)
C. ঈশ্বরদীর মোহনগঞ্জে (in Mohanganj, Iswardi)
D. পাবনার বেড়াতে (in Bera, Pabna)
Answer Keys: 1.C 2.B 3.D 4.A 5.B 6.B 7.A 8.B 9.D 10.D 11.B 12.C 13.C 14.B 15.D 16.B 17.B 18.A 19.D 20.B 21.C 22.C 23.D 24.B 25.B
01. ২০২২ সালে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? (Which country will host the FIFA World Cup, 2022?)
A. কাতার (Quatar) B. জাপান (Japan)
C. দক্ষিণ কোরিয়া (South Korea) D. আরব আমিরাত (Arab Emirates)
02. বাংলাদেশের পদার্থ বিজ্ঞানী ড. জাহিদ হাসান কোন বিশ্ববিদ্যালয়ে কাজ করেন? (In which university does the Bangladeshi Physicist Dr. Zahid Hasan work?)
A. হার্ভার্ড (Harvard) B. প্রিন্সটন (Princeton)
C. ইয়েল (Yale) D. কলম্বিয়া (Columbia)
03. সাম্প্রতিক ২০১৫ সালের এপ্রিল মাসে নেপালে সংঘটিত ভূমিকম্পটি কী নামে পরিচিত? (The recent Nepal earthquake in April 2015 is known as)
A. পোখরা ভূমিকম্প (Pokhra earthquake)
B. চিতয়ান ভূমিকম্প (Chitwan earthquake)
C. গোর্খা ভূমিকম্প (Gorkha earthquake)
D. নগরভূম ভূমিকম্প (Nagarbhum earthquake)
04. সিডও সনদের মোট কয়টি ধারা? (The number of articles in CEDAW is)
A. 20 B. 25 C. 28 D. 30
05. সিরীয় শিশু আইলান কুর্দি কোথায় মৃত্যুবরণ করে? (The little Syrian boy, Aylan Kurdi, died in the)
A. ভূমধ্য সাগর (Mediterranean Sea)
B . ক্যাসপিয়ান সাগর (Caspian Sea)
C. বাল্টিক সাগর (Baltic Sea)
D. ভারত মহাসাগর (Indian Ocean)
06. ইউরোপের সাম্প্রতিক চলমান সংকট হচ্ছে- (The ongoing crisis in Europe is-)
A. পানি সংকট (Water crisis)
B. অর্থনৈতিক সংকট (Economic crisis)
C. জাতিগত সংকট (Ethnic crisis)
D. অভিবাসী সংকট ( Migration crisis)
07. 'স্ট্যাচ অফ পিস' কোথায় অবস্থিত? (Where is the 'Statue of Peace' located?)
A. নাগাসাকি (Nagasaki)
B. নিউ ইয়র্ক (New York)
C. লন্ডন (London)
D. পিসা (Pisa)
08. মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বিখ্যাত হয়েছিলেন কেন? (The US President Woodrow Wilson became famous for his)
A. স্টেচু অব লিবার্টি বক্তৃতা (Statue of Liberty Speech)
B. ১৪ দফা ঘোষণা (Fourteen Points)
C. অ-হস্তক্ষেপ তত্ত্ব (Theory of Non-Interference)
D. কোনটিই নয় (None of them)
09. কোন দেশটি ইউরো মুদ্রা অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? (Which country is not in the Eurozone?)
A. ইতালি (Italy) B. জার্মানি (Germany) C. ফ্রান্স (France) D. যুক্তরাজ্য (United Kingdom)
10. বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ অনুষ্ঠিত হবে- (The 2019 Cricket World Cup will be held in-)
A. ইংল্যান্ড (England) B. অস্ট্রেলিয়া (Australia)
C. দক্ষিণ আফ্রিকা (South Africa) D. নিউজিল্যান্ড (New Zealand)
11. 'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব' কোন বিপ্লবের ভিত্তি ছিল? (Which revolution was based on the motto 'Liberty, equality and fraternity'?)
A. চীন বিপ্লব (Chinese revolution) B. মার্কিন বিপ্লব (American revolution)
C. রুশ বিপ্লব (Russian revolution)
D. ফরাসী বিপ্লব (French revolution)
12. সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী প্রথম মহিলা কে? (Who is the first female Nobel laureate in literature?)
A. পার্ল বাক (Pearl Buck) B. সেলমা লেগারলফ (Selma Lagerlof)
C. গ্রেজিয়া ডেলেদ্দা (Grazia Deledda) D. সিগ্রিড উদ্দসেট (Sigrid Undset)
13. সম্প্রতি গ্রিসে গণভোট অনুষ্ঠিত হওয়ার প্রধান কারণ কী? (The prime reason for the recent referendum in Greece was to)
A. ইইউ ত্যাগ (leave EU)
B. ইউরো জোন ত্যাগ (leave eurozone)
C. ঋণ সংকট মোকাবেলা (face the debt crisis)
D. সরকারের পতন (oust the government)
14 . 'ব্ল্যাক মানডে' কিসের সঙ্গে সম্পর্কিত? (The Black Monday is related to what?)
A. রাজনীতি (Politics) B. স্টক মার্কেট (Stock-market)
C. পরিবেশ (Environment) D. সন্ত্রাসবাদ (Terrorism)
15. বিমসটেক এর সদর দফতর কোথায় অবস্থিত? (Where is BIMSTEC headquarter located?)
A. কাঠমাণ্ডু (Kathmandu) B. ব্যাংকক (Bangkok)
C. নয়াদিল্লি (New Dilhi) D. ঢাকা (Dhaka)
16. 'এজেন্ডা ২১' কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে? (Which world body adopted ‘Agenda 21’?)
A. জাতিসংঘ (UN) B. এডিবি (ADB)
C. বিশ্ব ব্যাংক (World Bank) D. ডাব্লিউটিও (WTO)
17. 'ওয়ান বেল্ট, ওয়ান রোড'-এর প্রস্তাব কোন দেশ করেছে? ("One Belt, One Road" was proposed by)
A. যুক্তরাষ্ট্র (USA) B. রাশিয়া (Russia)
C. ভারত (India) D. চীন (China)
18. ইরান পরমাণু চুক্তি স্বাক্ষর করেছে কোন পক্ষের সঙ্গে? (Iran signed a nuclear deal with)
A . P5+1 B. P5+2 C. P5+3 D. P5
19. প্রিস্টিনা কোন দেশের রাজধানী? (Pristina is the capital of)
A. ক্রোশিয়া (Croatia) C. মেসিডোনিয়া (Macedonia)
B. জর্জিয়া (Georgia) D. কসোভো (Kosovo)
20. ব্রিকস ব্যাংক এর বর্তমান নাম কী? (BRICS BANK is now known as)
A. এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank)
B. এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (Asian Infrastructure Investment Bank)
C. নয়া উন্নয়ন ব্যাংক (New Development Bank)
D. নয়া সহস্রাব্দ ব্যাংক (New Millennium Bank)
21. কোন দেশ এ বছর তার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপন করছে? (Which country is celebrating the 50th year of its independence this year?)
A. সিঙ্গাপুর (Singapore) B. ইন্দোনেশিয়া (Indonesia)
C. মালেয়েশিয়া (Malaysia) D. থাইল্যান্ড (Thailand)
22. কোন ইংরেজ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? (Which British Viceroy played an important role in establishing the University of Dhaka?)
A. লর্ড মিন্টো (Lord Minto) B. লর্ড কার্জন (Lord Curzon)
C. লর্ড চেমসফোর্ড (Lord Chelmsford) D. লর্ড হার্ডিঞ্জ (Lord Hardinge)
23. নিখোঁজ বিমান এমএইচ-৩৭০ এর ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়- (Debris of the missing Airplane MH-370 were found in)
A. বার্টলম দ্বীপে (Bartolome Island)
B. সান্তা ক্রজে (Santa Cruz)
C. জেমস দ্বীপে (James Island)
D. রিইউনিয়ন দ্বীপে (Reunion Island)
24. সুবিক বে কোথায়? (Subic Bay is located in)
A. মধ্য ইউরোপে (Central Europe)
B. দক্ষিণ-পূর্ব এশিয়ায় (Southeast Asia)
C. মধ্য প্রাচ্যে (The Middle East)
D. ক্যারিবীয় অঞ্চলে (Caribbean Region)
25. কোন যুদ্ধের পরে হংকং-এ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়? (The British rule was established in Hong Kong following)
A. বক্সার যুদ্ধ (Boxer War) B. এট্রিশন যুদ্ধ (Attrition War)
C. আফিম যুদ্ধ (Opium War) D. জল যুদ্ধ (Water War)
Answer Kevs: 1.A 2.B 3.C 4.D 5.A 6.D 7.A 8.B 9.D 10.A 11.D 12.B 13.C 14.B 15.D 16.A 17.D 18.A 19.D 20.C 21.A 22.D 23.D 24.B 25.C