ঢাবি ভর্তি প্রস্তুতি | ‘খ’ ইউনিট | ২০১৪-২০১৫ সালের প্রশ্ন থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ঢাবির ২০১৪-২০১৫ সালের সমাধানসহ প্রশ্ন।

ইংরেজি
(Answer each question by choosing the best option.) Answer questions 1-6 based on the following passage.)

The first shock that I received had nothing to do with the stone figures I had come to see. It was the sight of the island itself that filled me with astonishment. It was so barren : there were no trees, and it was apparent that scarcely any ground was good enough to support crops. Yet nobody looked hungry or unhappy. The second shock left me in a state of wonder. Many people have indeed seen photographs of the enormous stone figures, but the pictures show single statues or groups of only three or four. What I now discovered was that there are hundreds; they are all over the island. The greatest concentration of the figures is near the eastern tip. Here lies the quarry from which the stone was taken.

1. Which sentence is true?
A. Many statues were spread all over the island.
B. There were only single or small groups of statues.
C. All statues were near the eastern tip of the island.
D. The photographs gave clear idea about the statues.

2. What was the result of the writer's second shock?
A. He was baffled. B. He was delighted.
C. He was disappointed. D. He was amazed.

3. In the passage "quarry" means
A. the place where the statues were made.
B. the hunted animal
C. the place from where the stone was dug out.
D. a track.

4. The word "apparent" means -----.
A. uncertain B. confusing C. obvious D. surprising

5. What surprised the writer at first?
A. The stone figures B. The size of the statues
C. The island itself D. The quarry

6. Why was the writer astonished by the fact that the
island was barren?
A. A barren island could produce so many statues.
B. Nobody looked unhappy or hungry.
C. The soil was fertile, but no crops were grown.
D. There was a stone quarry.

7. To "catch off guard" means
A. to neglect duty.
B. to substitute a guard.
C. to get someone when he/she is careless.
D. to be on guard

8. In the poem "Ozymandias", the phrase "king of
kings" is an example of
A. exaggeration B. irony
C. sarcasm D. humour

9. ----- his convincing argument, the project was
not approved.
A. Although B. However
C. Despite D. Inspite 

10. In Roberty Herrick's poem "To Daffodils" human life is compared with
A. summer's rain. B. morning's dew
C. spring D. all three (A, B, C)

11. He wanted nobody ----- to know ----- the treasure was hidden.
A. except him, what B. but himself, where
C. else, which D. and him, when

12. The universities have opened recently, -----?
A. aren't they B. hasn't they
C. haven't they D. weren't they

13. The word "fabricate" is nearest in meaning to -----.
A. manufacture B. demolish C. refresh D. arrange

14. Several new diseases ----- in the recent years.
A. grown up B. have come up
C. have discovered D. have found

15. Hamidur Rahman ----- to make the ----- of the Shaheed Minar.
A. had responsibility, foundation
B. was asked, selection
C. had, construction
D. was assigned, design

16. Control ----- . Sabah! Everything is fine, so don't start crying.
A. yourself B. you C. me D. herself

17. Rahim is one ----- superstitious people I know.
A. much B. very much
C. of the more D. of the most

18. ----- pair of socks ----- too small for me.
A. This, is B. These, are
C. These, is D. This, are

19. All my efforts to bring about a compromise ended ----- smoke.
A. with B. in C. off D. through

20. When ----- Penicillin?
A. did Fleming invent B. Fleming invented
C. Fleming invents D. has Fleming invented

21. We went to Rajshahi last month to see the house
where we ----- in the 1960s.
A. will live B. live
C. would live D. used to live

22. While the man ----- in the field, suddenly a dog
came and ----- him.
A. was, bite B. was working, bit
C. worked, bitten D. was working, bite

23. We ----- to Dhaka in 1994 and ----- here since then.
A. came, lived B. came, were living
C. came, have been living D. came, had lived

24. Choose the appropriate translation of ‘তুমি আমাকে এটি আগে দিতে পরলে ভালো হতো’
A. It would have been better if you could give it to me earlier.
B. It could have been better if you could give it earlier.
C. It should have been better if you gave it to me earlier.
D. Giving it to me earlier should have been better. 

25. The weather is ----- gloomier today than it was yesterday.
A. more B. more than C. very D. much

Answer Keys: 1.B 2.D 3.C 4.C 5.C 6.B 7.C 8.A 9.C 10.D 11.B 12.C 13.A 14.B 15.D 16.A 17.D 18.A 19.B 20.A 21.D 22.B 23.C 24.A 25.D

বাংলা

নিচের অনুচ্ছেদটি পাঠ কর এবং প্রথম পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রশ্ন নং ১-৫): 

বাড়িটি তারা দখল করেছে। অবশ্য লড়াই না করেই; তাদের সামরিক শক্তি অনুমান করে বাড়ির মালিক যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তা নয়। দেশভঙ্গের হুজুগে এ শহরে এলে তারা যেমনতেমন একটা ভেরার সন্ধানে উদয়াস্ত ঘুরছে, তখন একদিন দেখতে পায় বাড়িটা। সদর দরজায় মস্ত তালা, কিন্তু সামান্য পর্যবেক্ষণের পর বুঝতে পারে বাড়িতে জনমানব নাই এবং মালিক দেশগলাতক। পরিত্যক্ত বাড়ি চিনতে দেরি হল না। কিন্তু এমন বাড়ি পাওয়া নিতান্ত সৌভাগ্যের কথা। সৌভাগ্যের আকস্মিক আবির্ভাবে প্রথমে তাদের মনে ভয়ই উপস্থিত হয়। সে ভয় কাটতে দেরি হয় না। সেদিন সন্ধ্যায় তারা সদলবলে এসে দরজার তালা ভেঙে রৈ-রৈ আওয়াজ তুলে বাড়িটায় প্রবেশ করে। তাদের মধ্যে তখন বৈশাখের আম-কুড়ানো ক্ষিগ্র উম্মাদনা বলে ব্যাপারটা তাদের কাছে দিন-দুপুরে ডাকাতির মতো মনে হয় না। কোনো অপরাধের চেতনা যদি বা মনে জাগার প্রয়াস পায় তা বিজয়ের উল্লাসে নিমিষে তুলোধুনো হ'য়ে উড়ে যায়। 

1. ওপরের অনুচ্ছেদে কয়টি প্রবাদ-প্রবচন রয়েছে? 
A. একটি B. দু'টি C. তিনটি D. চারটি

2. অনুচ্ছেদে ব্যবহৃত যুক্তবর্ণের মোট সংখ্যা
 A. ৩২ B. ৩৩ C. ৪১ D. ২১

3. অনুচ্ছেদে তৎপুরুষ সমাসবদ্ধ পদ কয়টি?
A. তিনটি B. চারটি  C. পাঁচটি D. ছয়টি

4. অনুচ্ছেদটিতে ব্যবহৃত বিশেষণের সংখ্যা
 A. তেরো B. চৌদ্ধ C. পনের D. ঘোল

5. অনুচ্ছেদটিতে কত রকমের ছেদচিহ্ন বা বিরামচিহ্ন ব্যবহৃত হয়েছে? 
A. দুই রকমের B. তিন রকমের C. চাঁর রকমের D. পাঁচ রকমের

6. স্লেচ্ছ ও কচ্ছ দেশের কথা বলা হয়েছে কোন্ দু'টি রচনায়?

A. হৈমন্তী ও বিলাসী 
B. অর্ধাঙ্গী ও অপরাহ্নের গল্প 
C. একুশের গল্প ও অপরাহ্নের গল্প 
D. বিলাসী ও একটি তুলসী গাছের কাহিনী 

7 . 'জোছনা-মায়া'র কথা উল্লেখ করা হয়েছে কোন কবিতায়? 
A. পাঞ্জেরি B. কবর C. তাহারেই পড়ে মনে  D. আমার পূর্ব বাংলা 

৪. "আগেই সন্ধ্যা আজ সময়ের নেমেছে।"-বাক্যের কোন বৈশিষ্ট্যাটি এখানে নেই? 
A. আকালক্ষা B. আসত্তি  C. যোগ্যতা D. বাগধারা 

9. সঠিক বিপরীত শব্দযুগল নয়-
A. শ্রী-বিশ্রী B. টক-মিষ্টি C. গুণ-গান D. উন্মুখ-বিমুখ 

10. কোন্ কবিতায় সম্বন্ধ পদের ব্যাপক ও বৈচিত্র্যময় ব্যবহার রয়েছে? 
A. বঙ্গভাষা B. সোনার তরী C. আঠারো বছর বয়স D. আমার পূর্ব বাংলা 

11. "বাক্যাংশটিতে আসলে ব্যাঙ্গ করিয়া বলা হইয়াছে যে- আমাদের আচরণ এতই বর্বড় ছিল যে তা কাপুরুষতার চাহিতেও লজ্জাজনক ছিল।"-চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা 
 A. চার B. পাঁচ C. ছয়  D. সাত 

12. কোনটি সমার্থক শব্দ নয়? 
A. অস্ত্র B. রীচি C. লহরী D. উর্মি

13. Millennium-এর পরিভাষা 
A. অব্দ B. শতাব্দ C. সহস্রাব্দ D. শকাব্দ

14. শোক দূর হয়েছে যার বাক্যটিকে সংকোচন করলে হবে 
A. অশোক B. বীতশোক C. হৃতশোক D. শোকাতীত 

15. He is a hard nut to crack.-বাক্যটির সঠিক বাংলা অনুবাদ 
A. তিনি হলেন শক্ত বাদাম যা ভাঙা যায় না। 
B. তিনি ভেঙে পড়ার লোক নন। 
C. তিনি কঠিন লোক। 
D. তিনি ভাঙবেন তবু মচকাবেন না। 

16. 'কলিমদ্দি দফাদার' গল্পের কোন তথ্যটি সঠিক নয়? 
A. সে বিশ বাইশ বছর ধরে দফাদার 
B. কলিমদ্দি এলাকার দফাদার 
C. চৌকিদারের সর্দার দফাদার 
D. তার বয়স ষাট

17. কোনটি সঠিক নয়? 
A. √শুচ্+ঘঞ্জ = শোক 
B. √নী+তৃচ নেতা 
C. √সুভগ+ষ্ণ্য সৌভাগ্য 
D. √মুগ+ক্ত = মুগ্ধ

18. "ছোট কিন্তু রসে ভরা।"-বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করলে হবে 

A. যদিও ছোট, তবু রসে ভরা
B. রসে ভরা ছোট চিঠি
C. ছোট ও রসে ভরা  
D. ছোট হলেও রসে ভরা 

19. ‘কামরা’ কোন ভাষা থেকে আগত শব্দ? 
A. পর্তুগিজ B. ফারসি C. আরবি D. সংস্কৃত 

20. ‘হৈমন্তী’ গল্পে উল্লিখিত এডমন্ড বার্কের রচনা কোন বিষয়ক? 
A. শিল্পবিপ্লব  B. নারীস্বাধীনতা
C. ফরাসি বিপ্লব D. রুশ বিপ্লব


21. ভূদেব বাবু হলেন 

A. বাংলার নবজাগরণের একজন পথিকৃৎ B. একজন নাট্যকার 
C. একজন শাস্ত্রবিদ D. একজন শিক্ষক 

22. কোন শব্দটি আরবি উপসর্গযোগে গঠিত? 
A. গরমিল B. নালায়েক
 C. হররোজ D. কমজোর 

23. পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় 
A. প্রত্যয়ের মতো B. বিভক্তির মতো
C. ধাতুর মতো D. সমাসের মতো 

24. ‘কথাটি বলে থাকব কিন্তু মনে পড়ছেনা। 
A. নিত্যবৃত্ত বর্তমান B. ঘটমান ভবিষ্যৎ 
C. পুরাঘটিত ভবিষ্যৎ D. সাধারণ ভবিষ্যৎ  

25. অনুসর্গ ব্যবহারের ক্ষেত্রে সাধুরীতিতে অনুসর্গের পূর্ণরূপ ও চলিতরীতিতে সংক্ষিপ্ত রূপ 
A. হয় না B. কখনো কখনো হয় C. হয় D. কখনোই হয় না 

Answer Keys: 1.C 2.A 3.B 4.D 5.D 6.D 7.A 8.B 9.C 10.D 11.D 12.A 13.C 14.B 15.C 16.A 17.D 18.D 19.A 20.C 21.Α 22.A 23.A 24.0 25.B

সাধারণ জ্ঞান

1. আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য [The purpose of the International Mother Language Day] 
A. ভাষার অধিকার [the right of language] 
B. মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি [international recognition]
C. মাতৃভাষার বিদেশে প্রচার [publicity of the mother langauge in foreign countries] 
D. মাতৃভাষার জনপ্রিয়তা [popularity of the mother language]

2. বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি রায়ে কত কি.মি. জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? [Bangladesh's right established according to the verdict on the dispute of the maritime boundary between India and Bangladesh] 
A. ১৯.৫ নটিক্যাল মাইল [19.5 Nautical Miles) B. ২১.২ নটিক্যাল মাইল [21.2 Nautical Miles] 
C. ১৮.৯ নটিক্যাল মাইল [18.9 Nautical Miles] D. ১৯.৭ নটিক্যাল মাইল [19.7 Nautical Miles] 

3. হেরোডোটাস-এর জন্মভূমি [The birthplace of Herodotus] 
A. ইতালি [Italy] B. গ্রিস [Greece] 
 C. স্পেন [Spain] D. মিশর [Egypt] 

4. কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? [Who was a student of the University of Dhaka?] 
A. অমর্ত্য সেন [Amartya Sen] B. জ্যোতি বসু [Jyoti Basu] 
C. সত্যজিৎ রায় [Satyajit Ray] D. বুদ্ধদেব বসু [Buddhadev Basu] 

5. ২০১৫ সালে যে দেশে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে [The 2015 ICC Cricket World Cup will be held in] 
A. ভারত ও বাংলাদেশে [India and Bangladesh] B. শ্রীলংকায় [Sri Lanka] 
C. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে [Australia and New Zealand) D. পাকিস্তান ও বাংলাদেশে [Pakistan and Bangladesh] 

6. ওয়েবসাইটের মূল পাতাকে বলা হয় [The original page of Website is called] 
A. শেষ পেইজ [Last Page] B. ওয়েব পেইজ [Web Page] 
C. প্রথম পেইজ [First Page] D. হোম পেইজ [Home Page] 

7. ইবোলা ভাইরাস-এর লক্ষণ নয় [Not the symptom of Ebola Virus] 
A. উচ্চ রক্তচাপ [High Blood Pressure) B. অনেক জ্বর [High Fever] 
C. মাথা ব্যথা [Headache] D. পাকস্থলীর ব্যথা [Stomach Pain] 

৪. কুরুক্ষেত্রের যুদ্ধ কত সময় ব্যাপী চলেছিল? [For how long did the battle of Kurukshetra continue?] 
A. ১৮ দিন [18 days] B. ১৮ সপ্তাহ [18 weeks] 
C. ১৮ মাস [18 months] D. ১৮ বছর [18 years] 

9. বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত [Famous for textile industries] 
A. ডান্ডি [Dundee] B. এডিনবরা [Edinborough]
C. মানচেস্টার [Manchester] D. শেফিল্ড [Sheffeld]

10. সরকার কোথায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে [The government has decided to establish Rabindra University in] 
A. শাহজাদপুর, সিরাজগঞ্জ [Shahzadpur, Sirajganj] 
B. শেরপুর, বগুড়া [Sherpur, Bogra] 
C. কুমারখালি, কুষ্টিয়া [Kumarkhali, Kushtia] 
D. ভালুকা, ময়মনসিংহ [Valuka, Mymensingh] 

11. সম্প্রতি যে দেশকে বিশ্বের ইলেকট্রনিক বর্জ্যাগার আখ্যায়িত করা হয়েছে [Termed as the dumping country of electronic wastage] 
A. চীন [China] C. যুক্তরাষ্ট্র [USA] 
B. জার্মানি [Germany] D. জাপান [Japan]

12. সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান [Inseparpble element of social framework] 
A. নৈরাজ্য [anarchy] B. অশান্তি [disquiet] 
C. মূল্যবোধ [morality] D. বিশৃঙ্খলভ [disorder] 

13. সভ্যতার পরিমাপ করা যায় [Civilliaztion is measured by] 
A. মানসিক উৎকর্যের ভিত্তিতে [basis of mental development] 
B. উত্তরাধিকার সূত্রে [inheriting]
C. কলাকৌশলের প্রয়োগ দেখে [applying technique and arts] 
D. দক্ষতার ভিত্তিতে [basis of efficiency] 

14. বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান [First Chief of Bangladewh Air Forcel] 
A. এয়ার ভাইস মার্শাল এ. জি. তাওয়াব [Air Vice-Marshal M.G. Tawab]
B. এয়ার ভাইস মার্শাল এ. কে. খন্দকার [Air Vice-Marshal A.K. Khandokar] 
C. এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ [Air Vice-Marshal Sultan Mahmud) 
D. এয়ার ভাইস মার্শাল এম, কে, বাশার [Air Vice-Marshal M. K. Bashar]

15. ২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার |As per the statistics of 2014, the population growth rate of Bangladesh]
A. ১.০৬% [1.06%] 
B. ১.১৬% [1.16%] 
C. ১.৬০% [1.60%]
D. ১.৬৬% [1.66%]

16. বাপেক্স নতুন প্রাকৃতিক গ্যাস রিজার্ভের সন্ধান পেয়েছে [Newly discovered natural gas reserve by BAREX] 
A. সিলেটে [in Sylhet] 
B. সুন্দলপুরে [in Sundalpur] 
C. চট্টগ্রামে [in Chittagong] 
D. রূপগঞ্জে [in Rupganj] 

17. "মুক্তি ও গণতন্ত্র তোরণ" কোথায় নির্মিত হবে? [Where will "Mukti O Gogotanto Toron" be constructed?] 
A. ঢাকা বিশ্ববিদ্যালয়ে [in Dhaka University] 
B. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় [in Jahangirnagar University] 
C. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (in Jagannath University] 
D. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে [in Rajshahi University] 

18. গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ [Most imporant safeguard of Democracy] 
A. বিচার বিভাগের স্বাধীনতা [Independence of Judiciary] 
B. সংবাদপত্রের স্বাধীনতা [Independence of Newspaper] 
C. বাক-স্বাধীনতা [Liberty of Speech] 
D. জনগণের অংশগ্রহণ [Peoples' Participation] 

19. যে-শক্তি দ্বারা মহেশখালি বিদ্যুৎ প্রকল্প পরিচালিত হবে [Maheshkhali power plant would be run by]
A. কয়লা [Coal] B. গ্যাস [Gas] 
C. পানি-বিদ্যুৎ [Water-electricity] D. সৌর শক্তি [Solar Power] 

20. পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কার্যাদেশ পায় যে দেশের কোম্পানি [The company of the country which got work order for constructing main structure of Padma Bridge] 
A. রাশিয়া [Russia]  B. কানাডা [Canada]
C. জাপান [Japan] D. চীন [China] 

21. ২০তম দেশ হিসেবে রেলওয়ে খাতে বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে Bangladesh signed an agreement in Railway sector as the 20 с country] 
A. নেটওয়ার্ক সিস্টেম ইন রেলওয়ে [Network System in Railway] 
B. ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক [Trans-Asian Railway Network]
C. কম্পিউটারাইজড টিকেট সিস্টেম ইন রেলওয়ে [Computerized Ticket System in Railway] 
D. ইদুভমেন্ট অব রেলওয়ে সার্ভিস [Improvement of Railway Service] 

22. বিশ্বব্যাংকের অর্থায়নে এনজিও ব্যবস্থাপনায় পরিচালিত শিশুদের জন্য বিদ্যালয়ের নাম [The NGO run school for children with World Bank support] 
A. এনজিও স্কুল [NGO School] 
B. শিশু বিদ্যালয় [Children School] 
C. আনন্দ স্কুল [Ananda School]
D. প্রি-স্কুল [Pre-School] 

23. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের রিপোর্টের নাম [Name of Bangladesh's 1" Education Commission Report] 
A. বাংলাদেশের শিক্ষা কমিশন রিপোর্ট [Bangladesh Education Commission Report]  
B. বাংলাদেশ কমিশন রিপোর্ট [Bangladesh Commission Report] 
C. জাতীয় শিক্ষা কমিশন রিপোর্ট [Nationl Education Commission Report] 
D. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন রিপোর্ট [Kudrat-E-Khuda Education Commission Report]  

24. আয়তনে সবচেয়ে বড় দেশ [The biggest country in areal] 
A. অস্ট্রেলিয়া [Australia] B. কানাডা [Canada] 
C. চীন [China] D. মার্কিন যুক্তরাষ্ট্র [United States of America]

25. ভারতের ২৯তম রাজ্য [The 29th state of India] 
A. তেলেঙ্গানা [Telangana] B. অন্ত প্রদেশ [Andhra Pradesh] 
C. হায়দ্রাবাদ [Hyderabad] D. ঝাড়খণ্ড [Jhakhand] 

Answer Keys: 1.A 2.A 3.B 4.D 5.C 6.D 7.A 8.A 9.C 10.A 11A 12.C 13.D 14.B 15.C 16.D 17.A 18.D 19.A 20.D 21.B 22.C 23.A 24.B 25.A .

1. কোনটি দার্শনিক আন্দোলন? [Which one is a philosophical movement?] 
A. অস্তিত্ববাদ [Existentialism] B. বুদ্ধিবাদ [Rationalism] 
C. নির্বিচারবাদ [Dogmatism] D. সামাজিক আন্দোলন [Social movement] 

2. ইতিহাসের প্রধান উপজীব্য [Main element of History] 
A. মানবসমাজের অগ্রযাত্রার ধারা [Advancement of human society] 
B. মানবসমাজের অতীত বর্ণনা [Past description of human society] 
C. মানুষের অতীত স্মৃতি রোমন্থন [Remembering past memory of mankind] 
D. মানুষের স্মৃতিচারণ (Reminiscence of mankind] 

3. `এখানে রমনার বটমূলে, কৃষ্ণচূড়ার নিচে/কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি' কবিতাটি কার রচনা? [Who composed the poem "Ekhane Ramnar Batamule, Krishchurar Niche/Kandte Asini, Fansir Dabi Niye Eshechi"?] 
A. আবদুল গাফফার চৌধুরী [Abdul Gaffar Chowdhury] 
B. মাহবুবুল আলম চৌধুরী [Mahbubul Alam Chowdhury] 
C. আল মাহমুদ [Al Mahmud] 
D. শামসুর রাহমান [Shamsur Rahman] 

4. ‘মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস’ উক্তিটি কার? ["The history of mankind is basically the history of class struggle"- whose statement is this?] 
A. লেনিন [Lenin] B. এঙ্গেলস [Engels] 
C. মার্কস [Marx] D. মর্গান [Mogran]  

5. ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করা হয় [The first flyover of Dhaka city opened on] 
A. ৩ নভেম্বর ২০০8 13 November 2004] 
B. ৪ নভেম্বর ২০০৪ [4 November 2004]
C. ৫ নভেম্বর ২০০৪ [5 November 2004] 
D. ৬ নভেম্বর ২০০৪ [6 November 2004]

6. বাংলাদেশে "কৃষি দিবস' পালিত হয় যে তারিখে ['Agriculture Day' is observed in Bangladesh on] 
A. ১লা আষাঢ় [1" Asharh] 
B. ১লা বৈশাখ [1" Baishakh] 
C. ১লা আগ্রহায়ণ [1" Agrahayan ] 
D. ১লা পৌষ [1" Poush] 

7. অধ্যাপক আনিসুজ্জামান কোন সনে ভারত সরকারের পদ্মভূষণ উপাধিতে সম্মানিত হন? [In which year Professor Anisuzzaman was honoured with the title Padmabhushan of Indian government?] 
A. ২০১১ [2011]  B. ২০১২ [2012]
C. ২০১৩ [2013]  D. ২০১৪ [2014]

8. "শ্রীকৃষ্ণকীর্তনকাব্য" কোন্ শতকে রচিত? 
A. এগার শতকে [in eleventh century] 
B. পনের শতকে [fifteenth century] 
C. তের শতকে [thirteenth century] 
D. চৌদ্দ শতকে [fourteenth century] 

9. ফরাসি বিপ্লবের সূত্রে আবির্ভূত হয়েছিল [The French Revolution led to the emergence of] 
A. পুঁজিবাদ [capitalism] B. জাতীয়তাবাদ [nationalism] 
C. সমাজতন্ত্র [socialism] D. বিশ্বায়ন [globalization] 

10. BRICS-এর সঙ্গে তুলনীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান [The international organization, comparable to BRICS] 
A. ইউএসএআইডি [USAID] B. আইএমএফ [IMF] 
C. ইউএনএইচসিআর [UNHCR] D. ডব্লউটিও [WTO] 

11. আন্তর্জাতিক ভাষাবর্ষ হিসেবে প্রথম উদযাপন করা হয় [The international language year was first observed] 
A. ২০১০ সালে [in 2010] B. ২০০৮ সালে [in 2008] 
C. ২০১১ সালে [in 2011] D. ২০০৯ সালে [in 2009] 

12. বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা [Highest scorer in the history of FIFA World Cup] 
A. মারাডোনা [Maradona] B. রোনাল্ডো [Ronaldo] 
C. পেলে [Pele] D. মিরোস্লাব ক্লসে [Miroslab Klosse] 

13. সিগমান্ড ফ্রয়েড যে ক্ষেত্রে অবদানের জন্য জগৎবিখ্যাত Sigmund Freud is famous for contribution in] 
A. মনোসমীক্ষণ [Psychoanalysis] B. জীববিজ্ঞান [Biology] 
C. সাহিত্য [Literature] D. দর্শন [Philosophy] 

14. ‘টিকফা’ চুক্তির দুইপক্ষ [The two parties of the 'TICFA' agreement] 
A. ভারত-বাংলাদেশ [India-Bangladesh] B . নেপাল-বাংলাদেশ [Nepal-Bangladesh] 
C. বাংলাদেশ-যুক্তরাষ্ট্র [Bangladesh-US] D. বাংলাদেশ-যুক্তরাজ্য [Bangladesh-UK] 

15. সম্প্রতি বাংলাদেশে মুঘল আমলের স্থাপত্যের সন্ধান পাওয়া গেছে যে স্থানে [The architecture of Mughal period found recently in]
A. পাংশা, রাজবাড়ি [Pangsha, Rajbari] 
B. শিবগঞ্জ, মুন্সিগঞ্জ [Shibganj, Munshigant] 
C. কালিয়াকৈর, গাজিপুর [Kaliakair, Gazipur] 
D. কাহালু, বগুড়া [Kahalu, Bogra]

16. ৫-জি ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে কোন দেশ? [Which country is going to introduce 5-G internet service?] 
A. জাপান [Japan] C. যুক্তরাষ্ট্র [USA] 
B. চীন [China] D. দক্ষিণ কোরিয়া [South Korea]  

17. সম্প্রতি যে স্থানে বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে [Recently the Buddha Bihar has been discovered in] 
A. মুন্সিগঞ্জে [Munshiganj] B. নারায়ণগঞ্জে [Narayanganj] 
C. কক্সবাজার [Cox's Bazar] D. গাজীপুর [Gazipur] 

18. মানবাধিকার কোন ধরণের অধিকার? [What type of right is human rights?] 
A. প্রাকৃতিক অধিকার [Natural right] B. সামাজিক অধিকার [Social right] 
C. রাজনৈতিক অধিকার [Political right] D. অর্থনৈতিক অধিকার [Economic right] 

19. অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? [The per capita income of the people of Bangladesh according to Economic Survey-2014] 
A. ১,১৯০ [1,190] C. ১,১৮০ [1,180] 
B. ১,১৪৪ [1,144) D. ১,২০০ [1,200] 

20. জাপানের বর্তমান প্রধানমন্ত্রী [Current Prime Minister of Japan] 
A. নাওতো কান [Naoto Kan] B. ইউসিহিকো নদা [Youshihiko Noda] 
C. শিনজো আবে [Shinzo Abe] D. ইউসিরো মরি [Yoshiro Mori] 

21. জলকোলি কাদের উৎসব? [Whose festival is jalkeli?] 
A. ত্রিপুরা (Tripura] C. গারো [Garo] 
B. চাকমা [Chakma] D. রাখাইন [Rakhine]

22. ইংরেজরা বাংলাদেশে আগমন করে [The English arrived in Bengal in]  
A. ১৫৯৯ [1599] C. ১৪৭৫ [1475] 
B. ১৭৫৭ [1757] D. ১৬০০ [1600] 

23. সত্যজিৎ রায়ের চলচ্চিত্র গণপলে যে নাটক অবলম্বনে রচিত [Satyajit Ray's film Gonoshatru was based on the play] 
A. এনিমি অব দ্য পিপল ইবসেন [Enemy of the People-Ibsen] 
B. জুলিয়াস সিজার শেক্সপিয়ার [Julius Caesar-Shakespeare] 
C. ম্যান এন্ড সুপারম্যান- রাসেল [Man and Superman-Russell] 
D. এস্পেরার জোনস-ওনীল [Emperor Jones-O'Neill] 

24. সালভাদার ডালি ছিলেন |Salvador Dali was a'an]
A. বিজ্ঞানী [scientist] C. চিত্রশিল্পী [Painter] 
B. লেখক [writer] D. শিল্পী [artist] 

25. এ বছর বাজেটে সাধারণ ব্যক্তিদের করমুক্ত আয়সীমা [The limit of tax free income for men this year] 
A. ২,০০,০০০,০০ টাকা [Tk. 2,00,000.00] 
B. ২,১০,০০০,০০ টাকা [Tk. 2,10,000.00] 
C. ২,২০,০০০.০০ টাকা [Tk. 2,20,000.00]
D. ২,৩০,০০০,০০ টাকা [Tk. 2,30,000.00] 

Answer Keys: 1.A 2.B 3.B 4.C 5.B 6.C 7.D 8.D 9.A 10.B 11.B 12.D 13.A 14.C 15.C 16.D 17.A 18.A 19.A 20.C 21.D 22.D 23.A 24.C 25.C


সর্বশেষ সংবাদ