শাবিপ্রবি ভর্তি পরীক্ষায় জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ সেশনের প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় দুইটি প্রশ্নে জুলাই বিপ্লবের ঘটনাকে স্থান দেওয়া হয়।
একটি প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘জুলাই বিপ্লব ২০২৪-এর প্রথম শহীদ কে?’ এবং উত্তর বিকল্প হিসেবে ছিল (A) মুগ্ধ, (B) রুদ্র সেন, (C) আবু সাঈদ, (D) ফয়সল আহমেদ। আরেকটি প্রশ্নে ছিল, ‘জুলাই বিপ্লব ২০২৪-এর অন্যতম স্লোগান কোনটি?’ স্লোগানগুলির মধ্যে ছিল (A) স্বৈরাচার নিপাত যাক, (B) চল চল ঢাকা চল, (C) কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, (D) কোটা না মেধা? মেধা মেধা!
আজকের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এই প্রশ্নগুলি সম্পর্কে নিশ্চিত করেছেন। ‘বি’ ইউনিটের পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। এরপর বেলা ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৬,২৭০ জন পরীক্ষার্থী শাবিপ্রবি কেন্দ্রে অংশ নেন।
এছাড়াও, ‘বি’ ইউনিটের পরীক্ষার জন্য শাবিপ্রবি কেন্দ্রে ৬,৯৮৩ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছিল। ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক জানিয়েছেন, এখনো পরীক্ষার অংশগ্রহণকারীদের সংখ্যা গণনা করা হয়নি, তবে তিনি নিশ্চিত করেছেন যে, “বি” ইউনিটের ভর্তি পরীক্ষায় কোনো শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করেনি।
উল্লেখ্য, ১৬ জুলাই, ২০২৪ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি ২০০১ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন ছয় ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট।